মা ও ছেলের পচাগলা দেহ উদ্ধার , তদন্তের পথে দক্ষিণ দমদম পুলিশ
ছেলেটির সুইসাইড-এর সাথে মা এর মৃত্যু কোনোরকম যোগসাধন আছে নাকি তাই নিয়ে তদন্ত করছেন পুলিশ

তিয়াসা মিত্র : বাড়ি ভেতর থেকে ভেসে আসছিলো একটা কটু গন্ধ , যা ছড়িয়ে পরে এলাকাতেও। ই খবর পেয়ে সেখানে পৌঁছে গিয়েছিল পুলিশ। এক আত্মীয়ও যোগাযোগ করে সাড়া পাচ্ছিলেন না। বৃহস্পতিবার রাতে এমন পরিস্থিতিতে ঘরের দরজা ভেঙে উদ্ধার হল মা ও ছেলের পচাগলা দেহ। দক্ষিণ দমদমের বেদিয়াপাড়ার নবপল্লি এলাকার ঘটনা।
পুলিশ সূত্রে খবর, মৃতদের নাম শ্রাবণী পাল (৫২) এবং সন্দীপ পাল (২৮)। পুলিশ ঘর থেকে একটি সুইসাইড নোট পেয়েছে। তদন্তে জানা গিয়েছে, হাওড়ার বাসিন্দা মা ও ছেলে ছ’মাস আগে ওই বাড়িতে ভাড়া আসেন। বৃহস্পতিবার ওই বাড়ি থেকে দুর্গন্ধ ছড়ানোয় সন্দেহ হয় স্থানীয় বাসিন্দাদের। ঘটনাচক্রে ওই পরিবারের এক আত্মীয়ও সেখানে হাজির হন। তিনি জানান, কিছুতেই ফোনে যোগাযোগ করতে পারছেন না মা ও ছেলের সঙ্গে। ডাকাডাকি করেও সাড়া মেলেনি। দুর্গন্ধের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ। দরজা ভেঙে দোতলায় গিয়ে দেখা যায়, মায়ের দেহ বিছানায় পড়ে এবং সিলিং ফ্যান থেকে ছেলের দেহ ঝুলছে। দু’টি দেহেই পচন ধরে গিয়েছিল। পুলিশের অনুমান, কয়েক দিন আগেই দু’জনের মৃত্যু হয়েছে।
স্থানীয়রা জানিয়েছেন, ছেলেটি মানসিক ভাবে স্বল্প ভারসাম্যহীন ছিল এবংহ কাজ কর্ম করতো বলেও জানা ছিল না কারোর। শুধু তাই নয়, মা এবং ছেলের মধ্যে কেউ বাইরে কারোর সাথে মেলামেশা করতো না বলেও জানিয়েছেন তারা। তাই বাড়ি থেকে কাউকে বেরোতে না দেখে সেই রকম সন্দেহ কারোরই হয়নি। ছেলেটির সুইসাইড-এর সাথে মা এর মৃত্যু কোনোরকম যোগসাধন আছে নাকি তাই নিয়ে তদন্ত করছেন পুলিশ।