Nation

দুই পরিবারের ঝগড়া, শিশুর ওপর পিটবুল ছেড়ে দিলেন মালিক

পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে তবে পলাতক এক জন

তিয়াসা মিত্র : দুই পরিবারের ভেতর চলছে ঝগড়া এবং চিৎকার সেই অবস্থাতে বারান্দাতে বাধা কুকুরটি ভয়ঙ্কর চিৎকার কর চলেছে। এমনি সময়ে হঠাৎই কুকুরের মালিক কুকুরটির গলা থেকে চেন খুলে দেয় এবং কুকুরটি হিংস্র হয়ে ঝড়ের গতিতে এসে ঝাঁপিয়ে পরে সামনে দাঁড়িয়ে থাকা শিশুটির ওপর সাথে সাথে শিশুটি পরে যায় মাটিতে এবং রক্তাক্ত হতে থাকে সে। এমনিতেই আমরা জানি এই জাতের কুকুররা নিজেদের মালিককেও রেহাই দেয় না। মারা পর্যন্ত যেতে পারে এই কুকুরের আক্রমণে।

ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের গৌতম বুদ্ধ নগর জেলার বাদলপুর গ্রামে। পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে তবে পলাতক এক জন। ভাইরাল এক ভিডিওতে এই ঘটনা দেখা যাচ্ছে যেখানে দুই মহিলা চেষ্টা করেও সেই কুকুরকে সরাতে অক্ষম এবং পর মুহূর্তে কয়েকজন পুরুষ এসে লাঠি ব্যাট দিয়ে মেরে সরায়ে ওই কুকুরকে। তারপর আহত শিশু এবং কুকুরটিকে সুষ্ট্রস করা হয়। এই সব কিছুর মধ্যে বারান্দাতে দাঁড়ানো লোকটি কোনো ব্রুক্ষেপ করেননি ,এবং এই লোকটিকেই খুঁজে পাওয়া যাচ্ছে বলে সূত্রে খবর।

Show More

OpinionTimes

Bangla news online portal.

Related Articles

Leave a Reply

Back to top button
%d bloggers like this: