ইংলিশবাজার এলাকায় জোড়া মৃতদেহ উদ্ধার, তদন্তে পুলিশ
পুলিশের প্রাথমিক অনুমান দুজনের দুর্ঘটনায় মৃত্যু হয়েছে

বনিতা রায় : সকালে রাস্তার ধারে যুবক ও যুবতীর দেহ নিয়ে তীব্র চাঞ্চল্য ছড়ায় মালদা জেলার ইংরেজবাজার শহরের বিমানবন্দর এলাকায়। স্থানীয় বাসিন্দারা ইংরেজবাজার থানায় খবর দেয়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে জোড়া মৃতদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেয়। এখনও পর্যন্ত ধোঁয়াশায় কি কারনে মৃত্যু হয়েছে তাদের। পুলিশ প্রাথমিক তদন্তে জানিয়েছেন, এলাকার পথ দুর্ঘটনায় মৃত্যু হতে পারে। মৃতের পরিবারের দাবি খুন করা হয়েছে অন্যদিকে বাসিন্দাদের অনুমান করছেন আত্মঘাতী হয়েছেন তারা।
পুলিশ সূত্রে জানা গেছে, মৃত যুবকের নাম রনি দাস, তাঁর বাড়ি ইংরেজবাজার এলাকার বাগবাড়িতে, তিনি আইটিআই কলেজ পড়ুয়া। অন্যদিকে মৃত যুবতীর নাম স্বস্তিকা রায়, তার বাড়ি ইংরেজবাজারের তেলিপুকুর এলাকায় তিনি মালদা কলেজের প্রথমবর্ষের ছাত্রী। মৃত যুবকের কাকা জয়রাম মন্ডল জানিয়েছেন, দুজনকে কেউ বা কারা খুন করেছে। ত্রিকোণ প্রেমের সম্ভাবনা তিনি উড়িয়ে দেননি। অন্যদিকে মৃত যুবতীর বাবা বাপ্পা রায় জানিয়েছেন, গতকাল রাতে কাউকে কিছু না বলেই বেরিয়ে যায় মেয়ে, রাতে বাড়ি না ফেরার আমরা আশেপাশে খোঁজ শুরু করি। কিন্তু আজ সকালেই ঘটনার কথা জানতে পারি। ইতিমধ্যেই পুলিশ তদন্ত শুরু করেছে এবং খতিয়ে দেখছে তাঁদের মধ্যে কোনোরকম প্রেমের সম্পর্ক ছিল কিনা।