কলকাতার “ফুসফুস” আজ দূষণে বিপর্যস্ত, পর্যবেক্ষণে পরিবেশকর্মীরা
ময়দানের দূষণ, পরিবেশ কর্মীদের কপালে চিন্তার ভাজ

তিয়াসা মিত্র : কলকাতার যেই টুকু সবুজ তা তো ময়দানকে ঘিরেই। আর সেই ময়দানে আজ দূষণের কালো ছায়া। ভিক্টোরিয়া মেমোরিয়ালের তিন কিলোমিটারের মধ্যে কয়লা ও কাঠ ব্যবহার করে আগুন জ্বালানো যাবে না। অতীতে দূষণ কমাতে এমনটাই নির্দেশ দিয়েছিল কলকাতা হাই কোর্ট। সেই নিয়ম প্রতিলঙ্ঘন হচ্ছে প্রতি মুহূর্তে এবং তার ওপরে আবার গঙ্গাসাগর মেলার কারণে যে জমায়েত হয়েছে ময়দানের মাঠে সেখানে স্তুপে স্তুপে জমা হয়েছে জঞ্জাল, অনিকাশিত নর্দমা, এই দৃশ্য দেখা যাচ্ছে প্রতি নিয়ত ময়দান এলাকাতে।
পরিবেশকর্মীদের একাংশের বক্তব্য, যত্রতত্র জঞ্জাল, প্লাস্টিকের স্তূপ, গাছের গুঁড়ি, অবরুদ্ধ নিকাশি নালা— সব মিলিয়ে শহরের ‘ফুসফুস’ হিসাবে পরিচিত ময়দানের অবস্থা বেশ খারাপ। এমনিতে ময়দান দেখাশোনার দায়িত্ব সেনাবাহিনীর, পরিষ্কারের দায়িত্ব রাজ্য পূর্ত দফতরের এবং সেখানে আইনশৃঙ্খলা বজায় রাখার দায়িত্ব কলকাতা পুলিশের। কিন্তু কোনও পক্ষই নিজেদের কাজ ঠিক মতো করছে না, ফলে ময়দানে ক্রমবর্ধমান দূষণ, এমনটাই অভিযোগ পরিবেশকর্মীদের।
পরিবেশকর্মী সুভাষ দত্ত আবার জানাচ্ছেন, অতীতে ময়দান নিয়ে মামলার পরিপ্রেক্ষিতে একাধিক নির্দেশ দিয়েছিল কলকাতা হাই কোর্ট। প্রাথমিক ভাবে সেগুলি পালন করা হলেও তার পর আবার যে কে সেই অবস্থায় এসে দাঁড়িয়েছে। তাঁর কথায়, ‘‘দৈনন্দিন পরিবেশ-বিধি ভাঙা তো হচ্ছেই, পরিস্থিতি আরও খারাপ হয় রাজনৈতিক বা অন্য কারণে জমায়েত হলে। গঙ্গাসাগর মেলার শিবিরেই সবাই দেখেছেন সেখানে কী অবস্থা।’’