প্রাক প্রাথমিক থেকেই শুরু হোক স্কুল,কলরব শহর জুড়ে
চিকিৎসকদের মতামত-খুলে দেওয়া হোক প্রাকপ্রাথমিক স্কুলও

তিয়াসা মিত্র : গতকাল মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, ৩-রা ফেব্রুয়ারী থেকে শুরু হবে অষ্টম থেকে দ্বাদশ শ্রেণী অডিস্কুল এবং পঞ্চম থেকে সপ্তম শ্রেণী পর্যন্তস্কুল হবে ” পাড়ায় শিক্ষালয়ে” প্রকল্পের মধ্যে দিয়ে। শিক্ষক এবং অভিভাবকেরা অনেকেই কিন্তু চাইছেন, করোনা-বিধি মেনে প্রাক্-প্রাথমিক থেকে সপ্তম শ্রেণি পর্যন্ত স্কুল খুলে দেওয়া হোক। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু যদিও আগেই জানিয়েছিলেন, বেসরকারি স্কুলের প্রাথমিকের পড়ুয়ারাও যদি পাড়ায় শিক্ষালয়ে যায়, তা হলে সরকার তাদের সাহায্য করবে। কিন্তু বেসরকারি স্কুলের পড়ুয়াদের অভিভাবকদের প্রশ্ন, অন্য বোর্ডের পড়ুয়ারা পাড়ায় শিক্ষালয়ে গিয়ে পড়াশোনা করবে কী করে?
চিকিৎসকেরা অনেকেই কিন্তু জানাচ্ছেন, স্কুল খুলে দেওয়া উচিত প্রাক্-প্রাথমিক থেকেই। রাজ্যের কোভিড কেয়ার নেটওয়ার্কের উপদেষ্টা চিকিৎসক অভিজিৎ চৌধুরী বলেন, ‘‘স্কুল খোলার সিদ্ধান্তকে স্বাগত। পাশাপাশি এটাই কামনা, এলিমেন্টারি বা প্রাথমিক স্কুলও খোলা হোক। স্কুল বন্ধ থাকায় বুনিয়াদি স্তরে পড়ুয়াদের ক্ষতি সব থেকে বেশি হয়েছে। এ দিনের সিদ্ধান্ত যদি প্রথম ধাপ হয়, তা হলে পরের ধাপের সঙ্গে যেন ব্যবধান খুব কম থাকে।” অভিজিৎবাবুর মতে, প্রাথমিক স্তরের পড়ুয়াদের ‘ব্রিজ’ পাঠ্যক্রম থাকা দরকার। এত দিন স্কুল বন্ধ থাকায় কোথায় কোথায় খামতি রয়েছে, তারও মূল্যায়ন প্রয়োজন।