অরুণাচল থেকে এক যুবককে অপহরণের অভিযোগ চীন সৈন্যদের বিরুদ্ধে, প্রধান মন্ত্রীকে কটাক্ষ রাহুল গান্ধীর
" প্রধান মন্ত্রী নীরব, তিনি এইসব ব্যাপারকে কখনোই গুরুত্ব দেননা " - রাহুল গান্ধীর

তিয়াসা মিত্র : অরুণাচলের সিনাং জেলার একটি গ্রাম থেকে ১৭ বছরের এক বালককে অপহরণের অভিযোগ উঠল চিনা সেনার বিরুদ্ধে। এই অভিযোগ করেন সেই রাজ্যের বিজেপি সাংসদ তাপির গায়ো। তিনি টুইটের মাদ্ধমে এই অভিযোগ জানায় কেন্দ্র সরকারকে। জানা যাচ্ছে যুবকের নাম মিয়াম তারোন। তাপির গায়ো এক সংবাদ মাধ্যমকে জানায়, মিরামকে চিনের পিপলস লিবারেশন আর্মি (পিএলএ) অপহরণ করলেও তার এক বন্ধু পালিয়ে আসতে সক্ষম হয়। তাপির অভিযোগ, জিডো গ্রামের ওই দু’জন স্থানীয় শিকারিকে অরুণাচল প্রদেশের সাংপো নদীর তীর থেকে আটক করে চিনা সেনা।
সাংসদ ওই দুই বালকের ছবি সহ টুইটারে পুরো ঘটনা বিস্তারিত জানান। সেই নিয়ে রাহুল গান্ধী প্রধান মন্ত্রীকে কটাক্ষের সুরে বলেন, ” সাধারণতন্ত্র দিবসের মাত্র কয়েক দিন আগে এক বালককে অপহরণ করল চিন। ভারতের ভবিষ্যৎ মিরাম তারোনের পাশে আছি। আমরা আশা ছাড়ছি না।” তিনি আরো বলেন ” প্রধান মন্ত্রী নীরব, তিনি এইসব ব্যাপারকে কখনোই গুরুত্ব দেননা ” ২০২০ সালে সেপ্টেম্বরেও চিনা সেনা অরুণাচল প্রদেশ থেকে পাঁচ জনকে অপহরণ করে। প্রায় এক সপ্তাহ ধরে আটক রাখার পর তাঁদের মুক্তি দেয় তারা। এই নিয়ে এখনো প্রধান মন্ত্রীর কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।