
পল্লবী কুন্ডু : একদিকে স্বামী বিবেকানন্দে(Swami Vivekananda)র জন্মদিন, সাথে যুব দিবস সবে মিলিয়ে গেরুয়া শিবির আজ উৎসবের মেজাজে। আজকের সেই অনুষ্ঠানকে কেন্দ্র করেই সংসদ ভবনে আয়োজিত যুব উত্সবে বক্তব্য রেখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী(Narendra Modi)। পাশাপাশি তার বক্তব্যের মধ্য দিয়ে স্বামীজীর চিন্তাধারা যাতে দেশের সকল নাগরিককে অনুপ্রাণিত করতে পারে সে কারণে তার কথা সকলের কাছে পৌঁছে দেওয়ার আর্জিও তিনি রেখেছেন। তার মূল লক্ষ্য দেশের যুব সম্প্রদায়কে সঠিক পথে চালনা করা।
আজ স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকী উপলক্ষে ভারতের সংসদ ভবনে জাতীয় যুব উত্সবের আয়োজন করেছিলেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা। সেই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, ‘ভারতের যুবশক্তি চাইলে যে সবকিছু করতে পারে, অতীতে তার বহুবার প্রমাণ পাওয়া গিয়েছে। আজ থেকে অনেক বছর আগে স্বামীজি আমাদের যে শিক্ষা দিয়ে গিয়েছিলেন আজও তা প্রাসঙ্গিক। করোনা মহামারীর মোকাবিলা করতে গিয়ে সেকথা বারবার প্রমাণ হয়েছে। তাই দেশের যুব সম্প্রদায়ের কাছে অনুরোধ করব স্বামীজির চিন্তাধারা চারিদিকে ছড়িয়ে দেওয়ার জন্য।’
পাশাপাশি, লোকসভায় এই ধরনের অনুষ্ঠানের আয়োজন করার জন্য স্পিকার ওম বিড়লার প্রশংসা করে প্রধানমন্ত্রী এদিন আরও বলেন,’স্বামী বিবেকানন্দের মহান চিন্তাধারার দ্বারা অনুপ্রাণিত হয়ে ও যুব সমাজকে তাঁর বিষয়ে সচেতন করার জন্য ওম বিড়লাজি যে উদ্যোগ নিয়েছেন তা অত্যন্ত প্রশংসার যোগ্য। এই মঞ্চ ভারতের যুব সম্প্রদায়ের দক্ষতা প্রমাণের একটা উত্কৃষ্ট মাধ্যম। এক ভারত, শ্রেষ্ট ভারত তৈরির জন্য স্বামীজির চিন্তাধারা দেশে ছড়িয়ে দেওয়ার এই উদ্যোগ খুবই কার্যকরী হবে।’
উচ্চস্তরের পাশাপাশি বাংলাতেও স্বামীজীর জন্মদিন মহা ধুম ধামে পালন করে ভারতীয় জনতা পার্টি।