গুরুনানকের জন্মদিবসে প্রধানমন্ত্রীর বড় ঘোষণা
তিনটি কৃষি আইন প্রত্যাহারের ঘোষণা প্রধানমন্ত্রীর

বনিতা রায় : আজ গুরুনানকের জন্মদিন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সকালে জাতির উদ্দেশে ভাষণ দিয়ে ‘তিনটি কৃষি আইন প্রত্যাহারের’ ঘোষণা করলেন। যা প্রত্যাহারের দাবিতে দীর্ঘদিন কৃষকরা আন্দোলন করে গেছে তা আজ সাফল্য পেল বলাই বাহুল্য। আইন প্রত্যাহারের পরই আন্দোলনরত কৃষকদের উদ্দেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অনুরোধ, ‘এবার আপনারা বাড়ি ফিরে যান, নিজেদের পরিবারের কাছে ফিরে যান।’ প্রধানমন্ত্রী আন্দোলনরত কৃষকদের ক্ষেতে ফিরে যেতে বলেছেন।
২০২০-র সেপ্টেম্বর মাসে সংসদে পাশ করানো হয়েছিল এই তিন কৃষি আইন যার দরুন ঠিক নভেম্বর মাস থেকে দিল্লির অদূতে টানা আন্দোলনে মূলত পঞ্জাব, হরিয়ানা, পশ্চিম উত্তর প্রদেশের কৃষকরা সামিল হয়েছিলেন। আগামী বছর যে রাজ্যগুলিতে নির্বাচন রয়েছে তার মধ্যে গুরুত্বপূর্ণ কৃষি প্রধান রাজ্য পঞ্জাব এবং উত্তরপ্রদেশ। এক বছর ধরে এই কৃষি প্রধান রাজ্যগুলিতে কৃষকরা আন্দোলনে সামিল হয়েছিল যার ফলে এই আন্দোলনকে কেন্দ্র করে বিজেপির উপরে ক্ষোভ বাড়ে কৃষকদের। প্রধানমন্ত্রীর এই ঘোষণাকে স্বাগত জানিয়েছে রাজ্যের তৃণমূল থেকে শুরু করে সিপিএম সবাই।