“ঘরে এলো একরত্তি”, খুশির খবর ছড়িয়ে দিলেন প্রিয়াঙ্কা চোপড়া এবং নিক জোন্স
সোশ্যাল মিডিয়াতে প্রিয়াঙ্কা নিজেই জানান এই খবর

তিয়াসা মিত্র : সারোগেসির মাদ্ধমে মা হলেন প্রিয়াঙ্কা চোপড়া। তবে যে সন্তান আরো ১২ সপ্তাহ পরে অর্থাৎ এপ্রিল মাসে হওয়ার কথা ছিল সেখানে সেই সন্তান ভূমিষ্ট হয় জানুয়ারিতেই। ফলে সেই সন্তানকে এখনই হাসপাতাল থেকে ছাড়া হবে না বলে জানিয়েছে চিকিৎসকেরা। আমরা সবাই জানি তারা নিজেদের মাঝে তৃতীয়জন আহ্বান জানানোর পরিকল্পনা করছিলেন। তবে প্রাকৃতিক নিয়মে নয়, কারণ হিসাবে জানা যায়, প্রিয়াঙ্কার শরীর জন্ম দেওয়ার জন্য অনুকূল হলেও তার বয়স ৪০ এর কথাটা পৌঁছে গেছে, ফলে হতে পারে নানা রকমের অসুবিধা , তাই কোনো দিকে না তাকিয়ে তারা সারোগেসি নিয়ম অনুধাবন করেন।
সূত্রে খবর সেই সারোগেট মাদার, এর আগে ৫ টি সন্তান জন্ম দিয়েছেন। শনিবার মধ্যরাতে কন্যা সন্তান হয়েছে বলে নিজের ইনস্টাগ্রামে মা হওয়ার খুশির খবর ভাগ করে নিয়েছেন প্রিয়ঙ্কা। সন্তান আরো কয়েক মাস পরে আসার কারণে প্রিয়াঙ্কা কয়েকটি কাজ হাতে নিয়ে নেন, কিন্তু পরিকল্পনা মাফিক পরিস্থিতি হবেনা বলে আপাতত সমস্ত কাজ বাদ দিয়ে সে এখন সম্পূর্ণ মাতৃ ভূমিকা পালন করতে চান।