ঝালদায় CBI এর অস্থায়ী অফিস : চিন্তারভাঁজ অনেকের। চর্চা তুঙ্গে মাস্টার মাইন্ড টি কে ?
তপন-তদন্তে জট, অভিযোগ দায়ের করতে জেলা আদালতে আবেদন করল সিবিআই

ভাদু খুনের পাশাপাশি ঝালদার কংগ্রেস কাউন্সিলর খুনে এফআইআর করে তদন্তে সিবিআই। সিটের আইও, এসডিপিও-র সঙ্গে কথা। থানায় গিয়ে কেস ডায়েরি সংগ্রহ। ঝালদায় তপন কান্দু খুনে সিবিআই তদন্তের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে রাজ্য। আজই প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করে দ্রুত শুনানির আবেদন জানানোর সম্ভাবনা।
আবারও কলকাতা হাই কোর্টের একক বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ রাজ্য। ঘটনাচক্রে বুধবার রাতে ঝালদায় পৌঁছেছে সিবিআইয়ের একটি দল। ঝালদা থানার তরফে ওই মামলার নথিও হস্তান্তর করা হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে। বৃহস্পতিবার ঝালদা থেকে বেরিয়ে পুরুলিয়ার শহরের দিকে রওনা দেয় সিবিআইয়ের দুটি দল। পুরুলিয়া পৌঁছে জেলা আদালতে তপন হত্যা মামলায় অভিযোগ দায়েরের জন্য অনুমতির আবেদন করেন তদন্তকারীরা। তবে ওই মামলায় নতুন করে জটিলতা দেখা দেওয়ায় দুপুর দু’টোয় সিবিআইয়ের আবেদন নিয়ে জেলা আদালতে শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে।
সিবিআই তদন্ত শুরুর দিনই ঝালদাকাণ্ডে প্রত্যক্ষদর্শী ও প্রধানসাক্ষীর রহস্যমৃত্যু। সুইসাইড নোটে পুলিশি নির্যাতনের অভিযোগ।