Uncategorized

মানবতার বিরুদ্ধে অপরাধ করছে কেন্দ্র সরকার ! বললেন রাহুল গান্ধী

সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে হলে সবাইকে মৌলিক অধিকার গুলো ভোগ করতে দিতে হবে

চৈতালি বর্মন : দিল্লিতে কৃষক বিদ্রোহ নিয়ে আবারো মোদী(Narendra Modi) নেতৃত্বাধীন কেন্দ্র সরকারকে দায়ী করলেন কংগ্রেস দলের নেতা রাহুল গান্ধী(Rahul Gandhi)। তিনি বলেন ,জনসাধারণ এর মৌলিক অধিকার গুলো কেড়ে নিচ্ছে মোদী সরকার। রাহুল গান্ধী টুইটে বলেন ,মানুষের মৌলিক অধিকার গুলো কেড়ে নিচ্ছে কেন্দ্র সরকার। এটা মানবতার বিরুদ্ধে অপরাধ।

সুন্দর ভবিষ্য়ত গড়তে হলে আমাদের উচিত সমস্ত জাতির সমস্ত মানুষকে তাদের মৌলিক অধিকার দেওয়া।ইতিমধ্যে বুধবার রাহুল গান্ধী ও শরদ পাওয়ার সহ বিরোধী দলগুলির প্রতিনিধিরা ৩টি কৃষি আইন বাতিল করার দাবিতে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে দেখা করেন।
রাষ্ট্রপতির সঙ্গে দেখা করার পর রাহুল গান্ধী বলেন, আমরা রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে কৃষি আইন নিয়ে আমাদের মতামত জানিয়েছি। আমরা আইনগুলি প্রত্যাহার করতে বলেছি। তিনি আরও যোগ করেন, আমরা রাষ্ট্রপতিকে জানিয়েছি, এটা খুবই গুরুত্বপূর্ণ যে আইনগুলি বাতিল করা হোক।

প্রসঙ্গতঃ বুধবার কৃষক সংগঠনগুলি তিনটি কৃষি আইনে সরকারের সংশোধনীর প্রস্তাব খারিজ করে দেয়। তারা ঘোষণা করে, আন্দোলন আরও জোরদার হবে। শনিবার তারা রাজধানীতে যাওয়ার বাকি হাইওয়েগুলিও অবরোধ করা হবে বলে জানান।কৃষক নেতারা জানিয়েছেন, উত্তর ভারতের সমস্ত কৃষকদের ১৪ই ডিসেম্বর দিল্লি চলোর ডাক দেওয়া হয়েছে। দক্ষিণ ভারতের কৃষকরা ওই দিন জেলা সদরে বিক্ষোভ দেখাবেন। তারা আরও জানিয়েছেন, শনিবার গোটা দেশ টোল-ফ্রি করা হবে।

Show More

OpinionTimes

Bangla news online portal.

Related Articles

Leave a Reply

Back to top button
%d bloggers like this: