ছুটির মেজাজে দেব-রুক্মিণী, সমুদ্র সৈকতে তারকা যুগল
২৯ এপ্রিল মুক্তি পাবে রাহুল মুখোপাধ্যায়ের প্রথম ছবি ‘কিশমিশ’। ছবির নায়ক-নায়িকা দেব-রুক্মিণী। এটি জুটির ষষ্ঠ ছবি।

তিয়াসা মিত্র : সাম্প্রতিক বলিউডের মতন টলিউডের মনপসন্দ ভ্যাকেশন ডেস্টিনেশন হলো মালদ্বীপ। আর আলাদা করে বলার কিছু নেই এই গন্তব্য সব থেকে প্রিয় দেব-রুক্মিনীর। তারা সময়ে পেলেই মেজাজ চাঙ্গা করতে বেরিয়ে পড়েন মালদ্বীপের পারে। সাম্প্রতিক শেষ হয়েছে “কাছের মানুষ” -এর শ্যুটিং। এবং শুটিং শেষে টনিকের ‘টনিক’ হলো ঘুরতে যাওয়া আর যদি সেটি হয় পছন্দের ডেস্টিনেশন।
এখন তারা ‘রোল লাইট ‘ এর বাইরে প্রেমের বাঁধনে আবদ্ধ হয়ে চুটিয়ে মজা করছে সমুদ্র সৈকতে। শুক্রবার থেকে একটি, দু’টি করে ছবি পোস্ট করছেন ‘টনিক’। যদিও লেখেননি কোথাকার ছবি। বদলে ব্যবহার করেছেন তাঁর বিখ্যাত মন্তব্য, ‘এমনিই…!’ কিন্তু আশেপাশে দেখে এবং রুক্মিনীর ইনস্টাগ্রাম প্রোফাইল-এ একই পার্শবর্তী দৃশ্যতে ইটা স্পষ্ট তারা এখন মালদ্বীপের নির্জনতায় মগ্ন।
২৯ এপ্রিল মুক্তি পাবে রাহুল মুখোপাধ্যায়ের প্রথম ছবি ‘কিশমিশ’। ছবির নায়ক-নায়িকা দেব-রুক্মিণী। এটি জুটির ষষ্ঠ ছবি। চিত্রনাট্য মেনে চারটি বিশেষ লুকে ধরা দেবেন অভিনেতা। শুধু মাত্র অভিনয়ের জন্য ৪০ কেজি ওজন ঝরিয়েছেন! এক প্রস্থ প্রচার সেরে বেরিয়েছেন। ছুটি থেকে ফিরেই ফের প্রচারে নামবেন তাঁরা। সেই সঙ্গে দেবের হাতে রয়েছে আরও দুটো ছবির কাজ, অভিজিৎ সেনের ‘প্রজাপতি’, ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের ‘রঘু ডাকাত’। খবর, দুটো ছবিরই শ্যুট হবে চলতি বছরে।