Economy Finance

মাত্র তিন দিনেই বাড়ল পেট্রোলের দাম, হল ৭৫ টাকা

লকডাউনে একেই মানুষ নাজেহাল তার উপরে পেট্রোলের বাড়তি দাম, মাথায় ফেলেছে হাত

@ দেবশ্রী : বেড়েই চলেছে পেট্রোলের দাম। টানা তিন দিন বাড়ল এর দাম। তিন দিনের ফারাকেই দাম বাড়ল ১.৬৮টাকা। লকডাউনে একেই মানুষ নাজেহাল আর তারমধ্যেই দ্রুত গতিতে বাড়ছে পেট্রোলের দাম। আজ মঙ্গলবার কলকাতায় পেট্রোলের দাম ৭৪.৯৮ টাকা। সোমবার এই দাম ছিল ৭৪.৪৬ টাকা। দাম বাড়ল এক দিনের ফারাকে ৫২ পয়সা। এর আগে সোমবার দাম বেড়েছিল ৫৭ পয়সা। ৭৩.৮৯ থেকে দাম হয়েছিল ৭৪.৪৬।

টানা ২ মাস সাত দিন অপরিবর্তিত ছিল কলকাতার পেট্রোলের দাম। সেই চেন শেষ পর্যন্ত এখন ভেঙ্গে গিয়েছে। বিশাল পরিমাণে কেন্দ্রের শুল্ক বৃদ্ধি হলেও কলকাতার পেট্রোলের দামে তার কোনও প্রভাব পড়েনি। দাম আটকে ছিল ৭৩.৩০ টাকায়। ৬৭ দিন পর প্রথম দাম বাড়ে রবিবার। দীর্ঘদিন এক স্থানে কলকাতার পেট্রোলের দাম আটকে থাকায় মানুষের জন্য কোনও সুখবর নিয়ে এল না। উলটে এই মন্দার বাজারে যখন মানুষ পাবলিক ট্রান্সপোর্ট এড়িয়ে নিজস্ব যান ব্যবহারের চেষ্টা করছে ঠিক তখনই পকেটে চাপ আরও বাড়াচ্ছে, বাড়তি পেট্রোলের দাম।

এই মুহূর্তে অনেকের হাতে এখন অর্থ নেই। কেউ অর্ধেক মাইনে পাচ্ছেন, কেউবা মাসের মাইনেটাও পাননি লকডাউনে সংস্থার কাজ বন্ধ থাকার জন্য। এমন সমস্যার সময়ে কলকাতায় পেট্রোলের দাম বাড়ে এক ধাক্কায় ৫৯ পয়সা। রবিবার পেট্রোলের দাম হল ৭৩.৮৯ টাকা। ধাপে ধাপে তা বাড়ল ১.৬৮ টাকা।

Show More

OpinionTimes

Bangla news online portal.

Related Articles

Back to top button

Discover more from Opinion Times - Bengali News

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading