Big Story
মেট্রো লাইনে ফাটল, ৩ ঘন্টা পর পরিস্থিতি স্বাভাবিক
সকাল ৮.১৪ থেকে বেলা ১১.৬ পর্যন্ত বন্ধ রাখা হয় ওই লাইনের রেল চলাচল

তিয়াসা মিত্র : আজ সকাল ৮.১৪ নাগাদ দমদম থেকে গিরিশ পার্ক মেট্রো পথে দেখা দেয় ফাটল, যার ফলে ব্যাস্ততম সময়েতে চরম ভোগান্তি ভুগতে হয়েছে সাধারণ মানুষকে। প্রায় ৩ ঘন্টা মতন বন্ধ ছিল দমদম থেকে গিরিশপার্ক মেট্রো লাইন। আজ থেকে আবারো শুরু হয়েছে স্কুল এবং অফিস কর্মস্থান সবই রয়েছে পুরোদমে, কিন্তুদিনের শুরুতেই বাধা সৃষ্টি করে এই ঘটনা। প্রাথমিক তদন্তে জানা যাচ্ছে ত্বাপের হেরফেরে ঘটেছে এইরকম ঘটনা। সকাল ৮.১৪ থেকে বেলা ১১.৬ পর্যন্ত বন্ধ রাখা হয়ে এই লাইনের সমস্ত মেট্রো রেল। যেখানে আমরা সবাই জানি মেট্রো বিষয়টি আমাদের কাছে কতটি গুরুত্বপূর্ণ।