Weather

নিম্নচাপের জেরে আগামীকাল থেকে দক্ষিণবঙ্গে বাড়তে পারে বৃষ্টি

ঘনীভূত নিম্নচাপের অভিমুখ হতে চলেছে ওড়িশা। তবে হাওয়া অফিস সূত্রে জানা যাচ্ছে যে দক্ষিণবঙ্গেও এই নিম্নচাপের জেরে বিক্ষিপ্ত ভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

পল্লবী কুন্ডু : ফের ঘনীভূত হচ্ছে নিম্নচাপ। তবে এবার ঘনীভূত নিম্নচাপের অভিমুখ হতে চলেছে ওড়িশা। তবে হাওয়া অফিস সূত্রে জানা যাচ্ছে যে দক্ষিণবঙ্গেও এই নিম্নচাপের জেরে বিক্ষিপ্ত ভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।মঙ্গলবার সকালে এমনই বার্তা দিল আলিপুর আবহাওয়া দফতর।আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, এই নিম্নচাপটি বুধবার আরো জোরালো রূপ নেবে এবং এর জেরে গাঙ্গেয় বঙ্গ, ওডিশা-সহ পূর্ব ভারতের বিস্তীর্ণ এলাকায় বৃষ্টি মিলবে।চলতি বছরে বর্ষা ঠিক সময়তে এলেও বৃষ্টির ঘাটতি রয়েই গেছে। দক্ষিণবঙ্গের আকাশ মেঘলা থাকলেও আশানুরূপ বৃষ্টির দেখা মেলেনি।কোথাও কোথাও দু’এক পশলা বৃষ্টি মিলেছে আবার কোথাও বা শুকনো খটখটে। তবে নিম্নচাপের ফলে বুধবার ভারী বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব মেদিনীপুর জেলায়। ভারী বৃষ্টি হবে কলকাতাতেও।

জানা যাচ্ছে, মঙ্গলবার থেকেই কার্যত ধাপে ধাপে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। তবে, এই নিম্নচাপের প্রভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে ঝাড়খণ্ডে। নিম্নচাপ আগামীকাল অর্থাৎ বুধবার থেকেই জোরালো রূপ নেবে।গাঙ্গেয় বঙ্গের জেলাগুলিতে বুধবারে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হলেও বৃহস্পতিবার দুই পরগনা ও পূর্ব মেদিনীপুর জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্তভাবে দু-এক পশলা ভারী বৃষ্টি হতে পারে। উপকূলে সামান্য ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে।শুক্র-শনিবার নাগাদ বৃষ্টি বাড়তে পারে উত্তরবঙ্গে।উত্তরবঙ্গের জেলাগুলিতে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তবে সপ্তাহান্তে ভারী বৃষ্টি হতে পারে, জানাচ্ছে হাওয়া অফিস।

অন্যদিকে নিম্নচাপ থাকলেও পর্যাপ্ত বৃষ্টি হয়নি দক্ষিণবঙ্গে কাজেই বৃষ্টির অভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষিকাজও। দক্ষিণবঙ্গের তিন জেলার বৃষ্টির ঘাটতি নিয়ে উদ্বিগ্ন ছিল কৃষিদফতর। বৃষ্টির অভাবে ধান চাষের ক্ষেত্রেও ক্ষতির মুখ দেখেছে কৃষকেরা। পাশাপাশি ঝাড়খণ্ডের অতিবৃষ্টি চিন্তা বাড়াচ্ছে বন্যার। আবহাওয়ার এরূপ পরিবর্তনের কারণে জ্বর-সর্দি বেড়েই চলেছে যা চলতি সময়ের জন্য অত্যন্ত খারাপ।

Show More

Related Articles

Leave a Reply

Back to top button
%d bloggers like this: