Entertainment

পরিবার এবং অন্তঃসত্ত্বা স্ত্রী সকলের রিপোর্ট নেগেটিভ, স্বস্তিতে পরিচালক রাজ চক্রবর্তী

টুইটে পরিচালক রাজ চক্রবর্তী লিখেছেন, 'স্বস্তি পেলাম। আমি ভাল আছি। আমরা আলাদা ঘরে থাকছি। আপনাদের শুভেচ্ছার জন্য ধন্যবাদ।'

পল্লবী কুন্ডু : করোনা থাবায় নাজেহাল অবস্থায় গোটা বিশ্ব। এমন পরিস্থিতিতে করোনার কু-নজর থেকে রক্ষা পায়নি টলি পাড়া। প্রথমে মল্লিক পরিবার থেকে শুরু করে বেশ কিছু তারকার ঘরে ঢুকে পড়েছে এই অতিমারী করোনা। সম্প্রতি করোনায় আক্রান্ত হয়েছেন পরিচালক রাজ্ চক্রবর্তী। সোমবার দুপুরে একথা তিনি নিজে জানিয়েছেন। পাশাপাশি শুভশ্রীর কথাও সকলের মনে এসেছে, কারণ অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি চক্রবর্তী এই মুহূর্তে অন্তঃসত্ত্বা। কাজেই তাকে নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন রাজ চক্রবর্তী নিজেই।

তবে সেই উদ্বেগ কেটেছে। স্বস্তির খবর দিয়েছে রিপোর্ট। মঙ্গলবার দুপুরে রাজ নিজেই টুইট করে জানিয়েছেন শুভশ্রী এবং পরিবারের বাকি সকলের কোভিড টেস্টের রিপোর্ট নেগেটিভ এসেছে। টুইটে পরিচালক রাজ চক্রবর্তী লিখেছেন, ‘স্বস্তি পেলাম। আমি ভাল আছি। আমরা আলাদা ঘরে থাকছি। আপনাদের শুভেচ্ছার জন্য ধন্যবাদ।’

সোমবার দুপুরে সামাজিক মাধ্যমের তিনি নিজের কথা জানান। টুইট করে রাজ জানিয়েছিলেন, সম্প্রতি তাঁর বাবা হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তবে পরপর দু’বার তাঁর বাবার কোভিড টেস্টের রিপোর্ট নেগেটিভ এসেছে। কিন্তু রাজ নিজে করোনায় আক্রান্ত হয়েছেন। পরিচালক জানান, আপাতত হোম আইসোলেশনে থাকবেন তিনি। বাড়ির বাকি সদস্যদেরও কোভিড টেস্ট করানো হবে। রাজ চক্রবর্তী আক্রান্ত হওয়ায় বেশ ভয় পেয়ে গেছিলেন বাড়ির সদস্যরা।কারণ শুভশ্রী এবং রাজ তাদের জীবনে এক নতুন সদস্যকে আনতে চলেছেন এমন অবস্থায় ভয় পাওয়াটা স্বাভাবিক। তবে বাড়ির সকলের রিপোর্ট নেগেটিভ আশায় এই মুহূর্তে কিছুটা স্বস্তি মিলেছে পরিবারে। পাশাপাশি রাজ চক্রবর্তী নিজেও সুস্থ এবং হোম আইসোলেশনেই আছেন।

Tags
Show More

Related Articles

Leave a Reply

Back to top button
Close
Close
%d bloggers like this: