Sports Opinion

চোটের জেরে টেস্ট থেকে এবার পুরোপুরি ছিটকে যেতে পারেন রোহিত-ইশান্ত

প্রথম টেস্ট ম্যাচের পর দলের দায়িত্বে কে থাকবেন চলছে পরিকল্পনা, চ্যালেঞ্জ এর হবে অজিদের বিরূদ্ধে সিরিজ

দেবশ্রী কয়াল : আইপিএলের (IPL)মাঝে থেকেই প্রশ্ন উঠেছিল টেস্ট সিরিজে রোহিতের খেলা নিয়ে। কারন আইপিএলে খেলতে গিয়েই চোট পান ভারতীয় ক্রিকেট টিমের সহ অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। তবে অনেক বিতর্কের পরে রোহিতকে টেস্ট স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়েছিল। তবে সেই আশাও আর হয়ত থাকছে না। রোহিত শর্মা কিংবা ইশান্ত শর্মা (Ishant Sharma)দুজনেই থাকছেন না টেস্ট সিরিজে (Test Series)। রোহিত, ইশান্ত দুজনেই পূর্ণ ফিট হয়ে ওঠার জন্য এনসিএ অ্যাকাডেমিতে অনুশীলন করছেন। তবে জানা যাচ্ছে হয়ত তাঁদের দুজনের কাউকেই টেস্ট সিরিজে খেলতে দেখা যাবে না।

পূর্বে বিসিসিআইয়ের (BCCI)তরফে বলা হয়েছিল, দুই তারকা ক্রিকেটারের ফিটনেসের উপর নজর রাখবে বোর্ড। তারপরেই ডিসেম্বরের ১৭ তারিখ থেকে শুরু হতে চলা বর্ডার গাভাস্কার টেস্ট সিরিজের জন্য বিবেচিত হবেন তাঁরা। তবে মুম্বই মিরর-এর এক প্রতিবেদনে জানানো হয়েছে, রোহিত কিংবা ইশান্তকে টুর্নামেন্টের বাইরে ধরেই টেস্ট সিরিজের পরিকল্পনা শুরু করেছে টিম ইন্ডিয়া। ওই প্রতিবেদনে জানানো হয়েছে, রোহিত এবং ঈশান্তের ফিটনেস নিয়ে এনসিএ-র অন্দরেই আলোচনা হয়। এনসিএ থেকে বোর্ডের কাছে দুই তারকার বিষয়ে পাঠানো ফিটনেস রিপোর্ট খুব বেশি আশাব্যঞ্জক নয়। তারপরেই বোর্ড টিম ম্যানেজমেন্ট, নির্বাচকদের জানিয়ে দিয়েছে, দুই তারকাকে ছাড়াই টেস্ট সিরিজের পরিকল্পনাকে সারতে হবে। সরকারিভাবে কিছুদিনের মধ্যেই অবশ্য বোর্ডের তরফে রোহিত ও ইশান্তের ফিটনেস নিয়ে জানানো হতে পারে।

অপরদিকে অজিদের বিরুদ্ধে আপাতত টেস্ট সিরিজে কীভাবে ভারতীয় দল প্রতিদ্বন্দ্বিতা করবে, তা নিয়েই ক্রমশ চিন্তায় কপালে ভাঁজ পড়ছে ম্যানেজমেন্টের। কারণ, সন্তান জন্মের জন্য বিরাট কোহলি (Virat Kohli)প্রথম টেস্টের পরেই ফিরে আসবেন দেশে। তাই বিরাটের অনুপস্থিতিতে রোহিতের উপর বড় দায়িত্ব বর্তাত। বিরাট-রোহিতের সঙ্গে পেস আক্রমণের নির্ভরযোগ্য অস্ত্র ইশান্ত ছিটকে যাওয়ায়, কপালে ভাঁজ টিম ইন্ডিয়ার। প্রথম টেস্টের পর অধিনায়ক বিরাট কোহলি, সহ অধিনায়ক রোহিত শর্মা বা ইশান্ত শর্মা কেউই থাকছে না। স্বাভাবিক ভাবেই বেশ চ্যালেঞ্জ এর হতে চলেছে পুরো টেস্ট সিরিজ। দেখার পালা কেমন প্রস্তুতি নিয়ে অজিদের বিরুদ্ধে মাঠে নামেন ইন্ডিয়ান ক্রিকেট টিম (Indian Cricket Team)।

Show More

OpinionTimes

Bangla news online portal.

Related Articles

Leave a Reply

Back to top button
%d bloggers like this: