
সায়ন দেবসিংহ : মুখ্যমন্ত্রীর নির্দেশে ১৬ই নভেম্বর স্কুল-কলেজ খুলছে । সংক্রমণ রুখতে স্কুল-কলেজে পড়ুয়াদের ত্রিস্তরীয় মাস্ক ব্যবহার করতে হবে। এন ৯৫ মাস্ক ব্যবহার করলে ভালো হয়। তার সঙ্গে দুটি সার্জিকাল মাস্ক প্রয়োজন। শুধু মাস্ক পড়লেই হবেনা। ঠিক পদ্ধতিতে পড়তে হবে। খেয়াল রাখতে হবে যাতে নাক-মুখ ভালো করে ঢাকা থাকে। ভিড় জায়গায় মাস্ক খোলা যাবেনা। খোলা কোনো জায়গায় যেখানে লোকজন কম সেখানে গিয়ে মাস্ক খোলা যেতে পারে।