ভার্চুয়াল বৈঠক ছেড়ে বেরিয়ে গেলেন রুপা, অস্বস্তিতে বিজেপি
নিজের ফেসবুক পেজে বিস্ফোরক পোস্ট রূপা গঙ্গোপাধ্যায়ের

বনিতা রায় : সামনেই পুরভোট আর মধ্যেই চরম অস্বস্তিতে ভারতীয় জনতা পার্টি। পুরভোটের ভার্চুয়াল বৈঠক ছেড়ে রুপা গঙ্গোপাধ্যায় বেরিয়ে যাওয়ায় সর্গরম রাজ্য। জানা গেছে, বিজেপির শীর্ষ নেতৃত্বের তরফে একটি ভার্চুয়াল বৈঠকের আয়োজন করা হয়েছিল পুরভোটকে কেন্দ্র করে। এই ভার্চুয়াল বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্বরা। রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার দিলীপ ঘোষের উপস্থিতিতে প্রতিবাদ করে সেখান থেকে বেরিয়ে যান।
ভার্চুয়াল বৈঠকে সুকান্ত মজুমদার এবং দিলীপ ঘোষের উপস্থিতিতে রুপা জানান, প্রার্থীদের মধ্যে যে ক্ষোভ তৈরি হয়েছে, সেই ক্ষোভের যথাযথ কারন আছে এই নিয়ে নেতাদের সঙ্গে বাক বিতন্ড হয় যার জেরে তিনি সেখান থেকে চলে যান। তারপরই নিজের ফেসবুক পেজে বিস্ফোরক পোস্ট করেছেন রূপা গঙ্গোপাধ্যায় যার মাধ্যমে তিনি তার ক্ষোভ উগরে দেন। ভারতীয় জনতা পার্টির এরপরই অস্বস্তির সম্মুখীন হয়।