টুর্নামেন্ট শুরুর আগেই ছিটকে গেলেন সাইনা, হলেন করোনা আক্রান্ত
এখনও খেলার কোর্টে নামতে অপেক্ষা করতে হবে সাইনাকে, খেলতে পারবেন না থাইল্যান্ড ওপেন টুর্নামেন্ট

দেবশ্রী কয়াল : টুর্নামেন্টের আগে বাঁধা হয়ে দাঁড়াল করোনা। তৃতীয় কোভিড টেস্টের রিপোর্ট এলো পজিটিভ। এবার করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে পড়লেন, ভারতের তারকা ব্যাডমিন্টন খেলোয়াড় সাইনা নেহওয়াল। আজ থেকে শুরু হয়ে যাচ্ছে থাইল্যান্ড ওপেন (Thailand Open) সুপার ১০০০ টুর্নামেন্ট, আর তাতেই অংশগ্রহণ করার কথা ছিল সাইনার। কিন্তু করোনা হয়ে দাঁড়াল বাঁধা। টুর্নামেন্টটি ১২ থেকে ১৭ জানুয়ারী পর্যন্ত চলার কথা থাকলেও তা এখন আর সাইনার পক্ষে খেলা কঠিন। করোনা কালে দীর্ঘ বিরতির পর থাইল্যান্ড ওপেনে ব্যাডমিন্টনের কোর্টে নামার কথা ছিল সাইনা নেহওয়ালের কিন্তু খেলার আগের দিনই এল দুঃসংবাদ।
আজ থেকে শুরু হচ্ছে থাইল্যান্ড ওপেন সুপার ১০০০ টুর্নামেন্ট, এবং চলবে আগামী ১৭ই জানুয়ারি পর্যন্ত। আর সেই কারণেই চলতি মাসের শুরুতেই সেখানে পৌঁছে গিয়েছিলেন সাইনা (Saina Nehwal)। এরপর টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী একাধিকবার করোনা টেস্ট হয় সকল প্রতিযোগীদের। গত সোমবার তৃতীয় করোনার নমুনা পরীক্ষার ভিডিও পোস্ট করেছিলেন সাইনা।
দীর্ঘদিন পর কোর্টে নামতে মরিয়া ছিলেন অলিম্পিকে পদকজয়ী তারকা। কিন্তু করোনা টেস্টের রিপোর্ট পজেটিভ আসায় পাল্টে যায় দৃশ্য। অর্থাৎ কোর্টে নামতে এখনও বেশ খানিক অপেক্ষা করতে হবে সাইনাকে। তবে কেবল সাইনাই নন, আরেক ভারতীয় শাটলার এইচএস প্রণয়ও করোনায় আক্রান্ত বলে জানা যাচ্ছে। তাই দু’জনকেই টুর্নামেন্ট থেকে নাম তুলে নেওয়ার জন্যে বলেছেন আয়োজকরা।