Culture

Shalimar Yuba Kalyan Sharad Samman 2023 এর বিচারে “সামান্য অসামান্য ” এবার পুরস্কার বেহালা আদর্শ পল্লীর

অর্থের দম্ভ নয় আন্তরিক অবস্থান-ই মূল জায়গা: বিচারপতি সমরেশ ব্যানার্জী

নিজস্ব সংবাদদাতা : বেহালা আদর্শ পল্লী ক্লাবের এবারের উদ্যোগ বেশ চোখে পড়ার মতো। যখন উত্তর থেকে দক্ষিণ লক্ষ ছাড়িয়ে কোটি টাকার বাজেটে লড়াই জমে উঠেছে , তখন কম বাজেটে মন কেড়েছে কলকাতা বাসীর বেহালা আদর্শ পল্লী। সারা বছর সামাজিক উদ্যোগের পাশাপাশি একরাশ সম্ভবনা নিয়ে আবারও কলকাতার দুর্গাপুজোর মানচিত্রে জায়গা করেনিল।

ভাবনা – সঞ্জীব দত্ত
প্রতিমা – কোমল বিশ্বাস
অবহ – আকাশদীপ

যুব কল্যাণ শারদ সম্মানের বিচারে “সামান্য অসামান্য ” পুরস্কারে বিজয়ী বেহালা আদর্শ পল্লী। পুরস্কার তুলে দিলেন কলকাতা হাই কোটের বিচারপতি বিশ্বজিৎ বসু , বিচারপতি চামেলী মজুমদার , বিচারপতি সমরেশ ব্যানার্জী রাজ্যের প্রথম লোকায়ুক্ত , সমাজকর্মী দীপক সরকার প্রাক্তন ফুটবলার প্রশান্ত ব্যানার্জী , ইন্দ্রনাথ পাল , লেফরানেন্ট কমান্ডার নাসির এ আজিজ নেভির তরফে এবং সঙ্গে ছিলেন বহু বিশিষ্ট ব্যক্তি। ক্লাবের পক্ষে উপস্থিত ছিলেন শঙ্কর ঘোষ সহ অনেকে।

বাজেট মোটের ওপর ৬- থেকে ১০ লক্ষের। পাড়ার একটা বিশেষ উদ্যোগ আছে , কারণ আসে-পাশে অনেকেই বড় বাজেটের পুজোতে ইভেন্ট ম্যানেজমেন্টের মাধ্যমে কাজ করছে। সেটা বেশ চটকদারি হলেও আন্তরিকতার ক্ষেত্রে এগিয়ে রইলো বেহালা আদর্শ পল্লী।

Show More

OpinionTimes

Bangla news online portal.

Related Articles

Leave a Reply

Back to top button
%d