Shalimar Yuba Kalyan Sharad Samman 2023 এর বিচারে “সামান্য অসামান্য ” এবার পুরস্কার বেহালা আদর্শ পল্লীর
অর্থের দম্ভ নয় আন্তরিক অবস্থান-ই মূল জায়গা: বিচারপতি সমরেশ ব্যানার্জী

নিজস্ব সংবাদদাতা : বেহালা আদর্শ পল্লী ক্লাবের এবারের উদ্যোগ বেশ চোখে পড়ার মতো। যখন উত্তর থেকে দক্ষিণ লক্ষ ছাড়িয়ে কোটি টাকার বাজেটে লড়াই জমে উঠেছে , তখন কম বাজেটে মন কেড়েছে কলকাতা বাসীর বেহালা আদর্শ পল্লী। সারা বছর সামাজিক উদ্যোগের পাশাপাশি একরাশ সম্ভবনা নিয়ে আবারও কলকাতার দুর্গাপুজোর মানচিত্রে জায়গা করেনিল।
ভাবনা – সঞ্জীব দত্ত
প্রতিমা – কোমল বিশ্বাস
অবহ – আকাশদীপ
যুব কল্যাণ শারদ সম্মানের বিচারে “সামান্য অসামান্য ” পুরস্কারে বিজয়ী বেহালা আদর্শ পল্লী। পুরস্কার তুলে দিলেন কলকাতা হাই কোটের বিচারপতি বিশ্বজিৎ বসু , বিচারপতি চামেলী মজুমদার , বিচারপতি সমরেশ ব্যানার্জী রাজ্যের প্রথম লোকায়ুক্ত , সমাজকর্মী দীপক সরকার প্রাক্তন ফুটবলার প্রশান্ত ব্যানার্জী , ইন্দ্রনাথ পাল , লেফরানেন্ট কমান্ডার নাসির এ আজিজ নেভির তরফে এবং সঙ্গে ছিলেন বহু বিশিষ্ট ব্যক্তি। ক্লাবের পক্ষে উপস্থিত ছিলেন শঙ্কর ঘোষ সহ অনেকে।
বাজেট মোটের ওপর ৬- থেকে ১০ লক্ষের। পাড়ার একটা বিশেষ উদ্যোগ আছে , কারণ আসে-পাশে অনেকেই বড় বাজেটের পুজোতে ইভেন্ট ম্যানেজমেন্টের মাধ্যমে কাজ করছে। সেটা বেশ চটকদারি হলেও আন্তরিকতার ক্ষেত্রে এগিয়ে রইলো বেহালা আদর্শ পল্লী।