ফোনের যম স্যানিটাইজার? যত্ন নেবেন কিভাবে?
সার্ভিস সেন্টার এ ভিড় না করেই নিয়ে নিন ফোন র যত্ন। মেনে চলুন কিছু সাবধানতা

পৃথা কাঞ্জিলাল : প্যান্ডেমিকে সবাই আমরা যখন স্যানিটাইজে ব্যস্ত তখন নিজের ফোন(Phone) স্যানিটাইজে ও রত হচ্ছি অনেকে। কিন্তু স্যানিটাইজার(Sanitizer) ডেকে আনতে পারে মারাত্মক ক্ষতি আপনার ফোনের জন্য। ফোনের আয়ু বজায় রাখতে হলে বর্জন করুন স্যানিটাইজার এবং জেনে নিন কি ক্ষতি হতে পারে আপনার দূরাভাষ টির।
১. বারবার স্যানিটাইজে মনে হবে ফোনের স্ক্রীন ঝকঝকে হচ্ছে কিন্তু এক ই সাথে ক্ষতিগ্রস্ত ও হচ্ছে। হেডফোন জ্যাক ও স্পিকার ও নষ্ট হচ্ছে।
২. স্যানিটাইজারে অ্যালকোহল(Alcohol) থাকায় হেডফোনে(Headphone) জ্যাক বা চারজিং পয়েন্ট এ শর্ট সার্কিট হবার সম্ভবনা থাকে।
৩. এখানেই শেষ না, ডিসপ্লে হলুদ হবার প্রবণতা ও থাকে এবং ক্যামেরা এ লেন্স ও নষ্ট হতে পারে।
তাহলে ফোন কি পরিষ্কার করবেন না? নাকি যত্ন নেবেন না? আলবাত! তারজন্যে আছে উপায়ে।
১. প্রোফেশনাল ক্লিনিং সল্যুশন কিনতে পারেন না হলে তুলোতে অল্প স্যানিটাইজার নিয়ে ফোন অফ করে মুছে নিতে পারেন।
২. ৭০ শতাংশ অ্যালকোহল আছে এরকম ওয়াইপ্স দিয়ে মুছে নিতে পারেন ফোনের স্ক্রীন।
৩. অ্যান্টি ব্যাকটেরিয়াল টিস্যু ওয়াইপ্স দিয়ে সহজে করে নিতে পারেন কাজ, ওষুধের দোকানে মিলছে এটি। বিশেষজ্ঞদের মত এতে ক্ষতি কম হবে।
ফোনের সুরক্ষায় আর আপস না করে ই করে ফেলতে পারেন ক্লিনিং সেশন। শুধু মাথায় রেখে কিছু সাবধান বাণী।