সরস্বতী পূজা যেতে না যেতেই বেশ গরম পড়েছে : আজ ২৭ ডিগ্রি !

অন্যবারের তুলনায় এবারে ঠান্ডা ছিল একটু বেশি , তেমন কি গরমের মাত্রা টাও কি বেশি হবে ?

নিউজ ডেস্ক : গরমকালে চলে এসছে! ঘরে AC চালানোর আগে সাবধান! এই ভুল হলেই সর্বনাশ। শীত তো প্রায় শেষ হয়েই গেল । দরজায় কড়া নাড়ছে গরমকাল। বাইরের তাপমাত্রা বাড়ছে। গ্রীষ্মের জন্য এয়ার কন্ডিশনার বা শীত তাপ নিয়ন্ত্রণ করতে এখনি প্রস্তুতি নেওয়া জরুরি। ইউনিট চালানোর আগে, AC মেশিন তা একবার দেখে নিন – কনডেন্সারের পাওয়ার বন্ধ করা এবং সকল ফিল্টার পরিষ্কার বা রিসেট করা। ইউনিটে সব কিছু ঠিক থাকলে গ্রীষ্মের জন্য এসি প্রস্তুত!

সরস্বতী পূজার আগেই এই বছরের গরমকালে প্রতিরোধ নিতে অনেকেই ব্যস্ত। শীতের তুলনায় গরমের মাত্রা অতিশয় বেশি হবে বলে মনে করেন আবহাওয়া দফতর। এখনও একটি বৃহৎ আলোচনা চলছে গরমকালে তাপমাত্রা কতটুকু উর্ধমুখী হবে এবং আর এই নিয়েই চিন্তিত বাংলার মানুষ।

৪৮ ঘন্টার মধ্যেই অত্যন্ত গরম পরিস্থিতি সৃষ্টি হয়েছে, যেখানে AC ডিমান্ড এবং কেনার ঝোঁক প্রবল হলেও সাথে সাথে লোডশেডিং এর সমস্যাও উত্থান হয়েছে। এ পরিস্থিতিতে অনেক কর্মসংস্থান ও দফতরের সাথে সহযোগিতা প্রকাশ করেছেন এবং ইলেক্ট্রিক সাপ্লাই এর প্রস্তুতি নেওয়ার দিকে অগ্রগতি দেখাচ্ছেন।

Exit mobile version