Life Style

ব্রন-র দাগে জীবন অতিষ্ট ? সমাধান পেতে পারেন এই উপায়ে

সহজ ও ঘরোয়া উপায়ে বিদায়ে হোক ব্রণর

বয়স সন্ধিকালে অর্থাৎ মেয়েদের মাসিক চক্র শুরু হওয়ার আগে এবং ছেলেদের পিউবার্টির সময়ে সাধারণত এই ব্রনআমাদের সাথে সঙ্গী হয়ে কিছু বছরের জন্য বা কিছু মাসের জন্য এমন কি সারা জীবনের জন্য। কিন্তু সেই অসস্থিকর ব্রণ এবং তার দাগ আমাদেরকে নানান সময়ে নানান সমস্যার মুখোমুখি ফেলতে পারে। তাই এর হাত থেকে মুক্তি পাওয়ার কিছু ঘরোয়া উপায়ে সম্পর্কে জানানো হলো –

➤ ১০০ গ্রাম আলু চটকে নিয়ে ৫ফোঁটা গ্লিসারিন, ৫ মিলি গোলাপজল মিশিয়ে একটা প্যাক তৈরি করুন।স্নানের আগে মুখে এই প্যাকটি লাগান এবং ২০ মিনিট লাগিয়ে রাখুন।তারপর ঠান্ডা জ্বলে ধুয়ে নিন।

➤ পেঁপের রস পিম্পলের জন্য খুবই উপকারী এবং পিম্পলের উপর পেঁপের রস লাগালে ভালো ফল পাওয়া যায় বলে জানা গেছে ।

➤ মধু আর দারুচিনির গুড়ো মিশিয়ে পেস্ট তৈরি করে রাতে ঘুমাতে যাওয়ার আগে ব্রণতে লাগান এবং সকালে ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন। পরপর দুই সপ্তাহ এই
পেস্ট পিম্পলে লাগালে সমস্যার হাত থেকে মুক্তি হতে পারে।

➤ আপেল কুঁচি কুঁচি করে কেটে নিয়ে মধুর সাথে মিশিয়ে মুখে লাগালে ব্রোনোর দাগে দারুণ কাজে আসে।

➤ চালের গুঁড়ো ,দই এবং এক চিমটি হলুদ মিশিয়ে পেস্টকরে লাগান। হাল্কাভাবে ঘষুন এবং ১০ মিনিট পর ধীরে ধীরে এই প্যাকটি মুখ থেকে উঠিয়ে ফেলুন।

Show More

OpinionTimes

Bangla news online portal.

Related Articles

Leave a Reply

Back to top button
%d bloggers like this: