ছোট পড়ুয়াদের ধীরে চলো নীতি বেসরকারি স্কুল গুলিতে
ধাপে ধাপে খুললো স্কুল, তবে মতপার্থক বহু স্কুলের

তিয়াসা মিত্র : আজ থেকে তৃতীয় শ্রেণী থেকে সপ্তম শ্রেণী পর্যন্ত স্কুল খুললেও বহু বেসরকারি স্কুলে সেই প্রক্রিয়া দেখা যাচ্ছে না, যার পিছনে রয়েছে কিছু কিছু কারণ। যেমন তারা সিদ্ধান্ত নিয়েছে, সপ্তম থেকে প্রথম শ্রেণির পড়ুয়াদের পর্যায়ক্রমে স্কুলে আনা হবে। পরে নতুন শিক্ষাবর্ষ থেকে সব পড়ুয়া আসবে। কিছু স্কুল কর্তৃপক্ষ আবার জানিয়েছেন, বর্তমানে অনলাইনে পরীক্ষা চলায় তাঁরা এখন আর পড়ুয়াদের স্কুলে আনবেন না।
ডিপিএস রুবি পার্ক কর্তৃপক্ষ জানিয়েছেন, প্রথম শ্রেণিকে ডাকা হচ্ছে ১৭ ফেব্রুয়ারি। ১৮ ফেব্রুয়ারি থেকে ডাকা হবে দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ শ্রেণির পড়ুয়াদের। পঞ্চম, ষষ্ঠ এবং সপ্তম শ্রেণির পড়ুয়াদের ডাকা হবে ২৫ ফেব্রুয়ারির পর থেকে। অধ্যক্ষা জয়তী চৌধুরী বলেন, “দু’বছর পরে প্রাথমিক বিভাগ খুলছে বলে শিক্ষক-শিক্ষিকারা খুবই খুশি।’’
কিন্তু অন্যদিকে আজ থেকেই প্রথম থেকে চতুর্থ শ্রেণীর পড়ুয়াদের আসতে বলেছে হেরিটেজ স্কুল। হেরিটেজের অধ্যক্ষ সীমা সাপ্রু জানিয়েছেন, স্কুলে নিয়মিত জীবাণুনাশ করা হয়। পড়ুয়াদের ডাকা নিয়ে কোনও অসুবিধা নেই। তবে পঞ্চম থেকে সপ্তম শ্রেণির অনলাইনে পরীক্ষা চলছে। তাই তারা এখন আসবে না। তবে অষ্টম, নবম এবং একাদশ শ্রেণির পরীক্ষা হবে অফলাইনেই।
আবার অন্যদিকে যদি মডার্ন হাইস্কুল ফর গার্লস স্কুলের দিকে দেখা হয়, সেখানে জানা যাচ্ছে ১৭ ফেব্রুয়ারি থেকে প্রথম থেকে সপ্তম শ্রেণিকে পর্যায়ক্রমে ডাকা হবে। পরিস্থিতি স্বাভাবিক থাকলে নতুন শিক্ষাবর্ষে সমস্ত পড়ুয়া স্কুলে আসবে। এই রকমই নির্দেশ দিয়েছেন সেই স্কুলের
ডিরেক্টর দেবী কর।