Big Story

কিছুদিনের মধ্যেই চালু হতে পারে শিয়ালদা মেট্রো স্টেশন

ডিসেম্বরেই শুরু হতে পারে স্টেশনটি

সায়ন দেবসিংহ : পরের মাসেই শুরু হতে পারে শিয়ালদা মেট্রো স্টেশন। দ্রুত চলছে স্টেশনের কাজ। এই স্টেশনের মাটির নিচে ও উপরের কাজ প্রায় শেষ। স্টেশনের বাইরে পার্কিং, গেট-এর কাজও প্রায় শেষ।

জানা যাচ্ছে, ডিসেম্বরের মধ্যে এই স্টেশন চালু হবে। ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রকল্পের অন্যতম গুরুত্বপূর্ণ স্টেশন হবে শিয়ালদা। যাত্রীদের সুবিধার কথা ভেবেই এই স্টেশনের কাজ দ্রুত শেষ করার পরিকল্পনা চলছে। মাটির ১৬.৫ মিটার নিচে চলবে মেট্রোর লাইন। শিয়ালদহ মেট্রো স্টেশন একদিকে ফুলবাগান, অন্যদিকে এসপ্ল্যানেড মেট্রো স্টেশনের সাথে যুক্ত থাকবে।যাত্রীদের কথা মাথায় রেখে স্টেশনে থাকছে ৯টি সিঁড়ি। এছাড়াও থাকছে ১৮টি এসক্যালেটর, ২৭টি টিকিট কাউন্টার।থাকছে ৫ টি লিফট শারীরিকভাবে অক্ষম মানুষদের জন্য বিশেষ কয়েকটি টিকিট কাউন্টার তৈরি করা হচ্ছে। যা অনেকটাই নীচু করা হচ্ছে।কমিশনার অফ রেলওয়ে সেফটির অনুমোদন পেলেই চালু হবে স্টেশনটি ।

Show More

Related Articles

Leave a Reply

Back to top button
%d bloggers like this: