
তিয়াসা মিত্র : আগামী ১৯-শে ডিসেম্বর হতে চলেছে কলকাতার পৌরসভার ভোট। এবং সেই ভোটার প্রতিটি দলের মনোনয়ণ পত্র জমা দেওয়ার আজ শেষ দিন। গতকাল অর্থাৎ মঙ্গলবার সার্ভে বিল্ডিং ও নিউ ট্রেজারি বিল্ডিংয়ে দেখা মনোনয়ন জমা দেওয়ার ভিড় ছিল চোখে পড়ার মতো। রাজনৈতিক মহলের দিকে চোখ এবং কান রাখলে শোনা যাচ্ছে বিজেপি দলের পাখির চোখ এখন পৌরসভা ভোট কারণ বিধাসভাতে নানা রকম চেষ্টার পরেও সেই জায়গা অর্জন করতে অক্ষম হয়ে তারা এবং তার সাথে আব্বাস সিদ্দিকী-কে নিয়ে কংগ্রেস এবং বামেদের জোট গঠন কিন্তু সেটিও কোনো কাজ করে উঠতে পারেনি বিধানসভার ভোটে। তাই এবার দুজনেরই পাখির চোখ পৌরসভা ভোট।
তাই চলছে জোর কদমে প্রতিটি ওয়ার্ডে প্রতিটি দলের চরম প্রস্তুতি। কিন্তু কলকাতা পুরভোটে এজেন্ট হওয়ার নিয়ম বদলে যাচ্ছে। সংশ্লিষ্ট বুথের ভোটার ছাড়া অন্য কেউ ওই বুথের এজেন্ট হতে পারবে না। সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, তৃণমূলের প্রস্তাবে সায় দিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। প্রস্তাবের বিরোধিতা করেছে বিরোধী শিবির। তবে রাজ্য নির্বাচন কমিশনের দাবি, করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে এবং জটিলতা এড়াতে এই ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।