৩ জন বিচারপতি ও প্রাক্তন অ্যাডভোকেট জেনারেল একই মঞ্চে সওয়াল জবাবে ভারতসভা :ভারতসভা হলে আজ চাঁদের হাট আজ বিকেলে
এই প্রথম একই মঞ্চে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় , বিচারপতি রঞ্জিতকুমার বাগ ও জয়েন্ট মিত্র প্রাক্তন অ্যাডভোকেট জেনারেল ও প্রথম লোকায়ুক্ত বিচারপতি সমরেশ ব্যানার্জী

নিজস্ব সংবাদদাতা : আজ ভারতসভা ও ওপিনিয়ন টাইমস এর যৌথ উদ্যোগে ভারতসভা হলে আজ চাঁদের হাট বসতে চলেছে। শিক্ষা থেকে বিভিন্ন দুর্নীতিতে যখন জেরবার পশ্চিমবঙ্গ তখন এই সভা আয়োজন খুবই প্রাসঙ্গিক। এর পাশাপাশি শেষের ৪৮ ঘন্টায় যেভাবে লাগাতার বিচারপতিদের বিরুদ্ধে সরব হয়েছেন এই রাজ্যের এক অংশের রাজনৈতিক নেতৃত্ব , এমন সময় এই সভা কলকাতার নজরে রাখছেন সংশ্লিষ্ট মহল।
একই মঞ্চে এই প্রথম নিয়োগ দুর্নীতির বিচার ক্ষেত্রে যুক্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ও অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জিতকুমার বাগ ( বাগ কমিশন ) , একই মঞ্চে উপস্থিত থাকছেন বর্ষীয়ান আইনজীবী ও রাজ্যের প্রাক্তন অ্যাডভোকেট জেনারেল জয়েন্ট মিত্র। সভার পরিচালনায় থাকবেন পশ্চিমবঙ্গের প্রথম লোকায়ুক্ত বিচারপতি সমরেশ ব্যানার্জী।
শোনা যাচ্ছে ওপেন সেশনে আলোচনায় অংশগ্রহণ করতে পারেন সিপিআইএম নেতা ড:সুজন চক্রবর্তী , সুভাষ মুখার্জী সভাপতি-CITU থেকে ড:সুকান্ত মজুমদার সভাপতি রাজ্য বিজেপি , অগ্নিমিত্রা পাল , পাপিয়া অধিকারী সহ বিশিষ্ট তৃণমূল কংগ্রেস ও কংগ্রেস নেতারাও উপস্থিত থাকবেন বলে জানা যাচ্ছে।
সভার পক্ষ থেকে আমন্ত্রণ গেছে রাজ্যের প্রায় সব রাজনৈতিক দলের নেতাদের কাছেই। একই সঙ্গে সংস্কৃতি থেকে ক্রীড়া জগতের উজ্জ্বলময় বেক্তিত্বরা উপস্থিত থাকবেন। এর পাশাপাশি ভারতসভার বিশিষ্টজনেদের উপস্থিতি আজ নজরকাড়ার মত।
চূড়ান্ত নিরাপত্তার ব্যবস্থায় কলকাতা পুলিশের বিশেষ ব্যবস্থা রাখার জন্য অনুরোধ করা হয়েছে উদোগের পক্ষে। সভার পক্ষে স্বাগত বক্তব্য রাখবেন ভারতসভার সাধারণ সম্পাদক মানিকচাঁদ দলুই ও সমগ্র সভার সভাপতি হিসেবে থাকবেন অধ্যাপক অনিল কুমার রায় সঙ্গে থাকবেন সমগ্র অনুষ্ঠান পরিচালনায় সৌগত বসু ।