Big Story

শাহ না সাহা? শুভেন্দুর পোস্টে তরজা তুঙ্গে সোশ্যাল মিডিয়ায়

পদবির গোলমাল, শাহ কে সাহা লিখে লাইভ শুভেন্দুর

নাম দিয়ে যায় চেনা – আর সেই নামই ভুল লিখলেন স্বয়ং শুভেন্দু অধিকারী। আজকে ফেসবুক লাইভে আসার সময় অমিত শাহ কে অমিত সাহা লিখে তরজার তুঙ্গে শুভেন্দুর পোস্ট। স্বভাবতই প্রশ্ন উঠছে ডিজিটালি প্রচারের জন্য যেখানে বিজেপি এতো অর্থ ব্যয় করছে সেখানে খোদ শুভেন্দুর পোস্টে স্বরাষ্ট্রমন্ত্রীর নামের এরম ভুল চোখে পড়ার মতোই। প্রশ্ন উঠছে শুভেন্দু অধিকারী পেজ থেকে লাইভের সময় স্বরাষ্ট্রমন্ত্রীর নাম ভুল লিখলেন কিকরে! নেটিজেনদের কেউ কেউ অবশ্য এই ভুল দেখে মজাই করছেন।

Show More

Related Articles

Leave a Reply

Back to top button
%d bloggers like this: