Culture

“সেরা পরিবেশে তেলেঙ্গাবাগান” : Shalimar Yuba Kalyan Sharad Samman 2023 এর বিচারে ! 🏆

শালিমার আগরবাতি যুব কল্যাণ শারদ সম্মান ২০২৩ , "Powered by" jaya biscuit in association with Behala Balananda Brahmachari Hospital & Research Centre

নিজস্ব সংবাদদাতা : হারিয়ে যাওয়া সনস্কৃতিকে নান্দনিক মাত্রায় উত্তির্ণ , অসাধারণ উপস্থাপনা ও মানবিক সংঘঠনিক অবস্থান এ বছরের নির্বাচনে মূল বিষয়। নির্বাচকদের নজরে নিখুঁত উপস্থাপনা , যদিও অতীতে বহু পুজোতে এই থিম হয়েছে। কিন্তু নিপুন উপস্থাপনা সঙ্গে অসাধারণ পরিবেশ , সব থেকে বড় কথা মানবিক সংঘঠনিক ব্যবহার । আলো ও রঙের ব্যবহারের অসাধারণ উপস্থাপনা সঙ্গে পূজা প্রাঙ্গনের আবহ এক নতুন নান্দনিক মাথায় বার বার নজর কেড়েছে।

থিম – “প্রান্তজনের আত্মকথন” = তেলেঙ্গা বাগান সার্বজনীন দুর্গোৎসব কমিটির এবছরের ভাবনায় ফুটে উঠেছে কাঠামোটি তৈরি হয়েছে লোক পার্বণ টুসু বা তুসুর আঙ্গিকে যুগ যুগ ধরে সৃষ্টি হয়েছে যে কোন ধর্মীয় মূর্তি ঠিক যেভাবে পৌরাণিক যুগে মানুষেরই কল্পনার সৃষ্টি দেবী দুর্গা সেই কল্পনা নিয়েই রারবাংলায় টুসু উৎসব শুরু হয়। টুসু হলো আনন্দময়ী লক্ষ্মীর একটি রূপ। অঘ্রাণ মাসে সংক্রান্তি থেকে পৌষ সংক্রান্তি পর্যন্ত এই পুরো মাছ ধরে চলে টুসু উৎসব।

The theme “Self-narrative of the Margins” for this year’s Telanga Bagan Sarvajanin Durgotsava Committee represents a celebration of the Tusu festival, which is seen as a form of the blissful Goddess Lakshmi. The Tusu festival spans from Sankranti to Paush Sankranti, taking place in the month of Aghran. This theme likely explores the cultural significance and self-expression of the Tusu festival, highlighting its place in the cultural and spiritual traditions of the marginalized communities in the region.

প্রতিমা শিল্পী – ভাস্কর প্রদীপ রুদ্র পাল Sculptor Pradip Rudrapal
সমগ্র পরিকল্পনা ও রূপায়নে – গোপাল পোদ্দার Gopal Poddar
আলোক নির্দেশনায় – দীনেশ পোদ্দার Dinesh Poddar
আবহ – লোপামুদ্রা মিত্র Lopamudra Mitra

Show More

OpinionTimes

Bangla news online portal.

Related Articles

Leave a Reply

Back to top button
%d