West Bengal

চিরনিদ্রায় চলে গেলেন সেনকো গোল্ডের কর্তা

করোনা কেড়ে নিল প্রাণ, নেমে এসেছে শোকের ছায়া

দেবশ্রী কয়াল : করোনা কাড়ছে প্রাণ। আতঙ্কিত হয়ে পড়ছেন মানুষ। এদিন মারণ করোনায় আক্রান্ত হয়ে মাত্র ৬৩ বছর বয়সে প্রয়াত হলেন সেনকো গোল্ডের কর্ণধার শংকর সেন। কলকাতার বেসরকারি হাসপাতালে ভরতি ছিলেন তিনি। জানা যাচ্ছে, দিনকয়েক আগে থেকেই জ্বর, সর্দির উপসর্গ ছিল শংকর সেনের।

তাঁর পরিবারের সদস্যদের ও তাঁর নিজেরও সন্দেহ হওয়ায় তড়িঘড়ি করে তাঁর করোনা পরীক্ষা করানো হয়। এরপর তাঁর নমুনা পরীক্ষার রিপোর্টে তাঁর শরীরে করোনার সংক্রমণ ধরা পড়ে। এরপর দ্রুত ইএম বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় শংকর সেনকে। সেখানেই চলছিল তাঁর চিকিত্‍সা।

এদিন চিকিত্‍সা চলাকালীন মঙ্গলবার সকালে কলকাতার ওই বেসরকারি হাসপাতালে হার্ট অ্যাটাক হয় শংকরবাবুর। আর তার কিছুক্ষণের মধ্যেই মৃত্যু হয় এই স্বর্ণ ব্যবসায়ীর। তাঁর মৃত্যুতে শোকাহত অনেকেই।

Tags
Show More

Related Articles

Back to top button
Close
Close
%d bloggers like this: