অতি সস্তায় আলু, পেয়াঁজ, সবজি দিচ্ছে সিপিএম এর ‘শ্রমজীবী বাজার’, স্বস্তিতে বহু মানুষ
একদিকে বাজারে চড়া দাম, সাধারণ মানুষের পরিস্থিতি ভেবে অভিনব উদ্যোগ সিপিএম এর

দেবশ্রী কয়াল : বর্তমান দিনে, বাজারের দাম অগ্নিমূল্য। কিছু কিন্ত গেলেই রীতিমত ছেঁকা খাচ্ছেন সাধারণ মধ্যবিত্ত-নিম্নবিত্ত ঘরের মানুষরা। যেগুলো নিত্য প্রয়োজনীয় অর্থাৎ আলু, পেয়াঁজ সেটা কিনতে গেলেও মাথায় হাত পড়ছে ক্রেতাদের। এখন অনেক মানুষের আর্থিক অবস্থা সঙ্কটাপন্ন, এমন পরিস্থিতিতে অগ্নিসম দাম, সংসারে ফেলেছে প্রকোপ। তবে মানুষের এই কঠিন সময়ে আবারও পাশে এসে দাঁড়িয়েছে সিপিএম-র ‘শ্রমজীবী বাজার’।
সিপিএম- এর ‘শ্রমজীবী বাজারে’ খুবই সস্তায় বিক্রি হচ্ছে আলু পেঁয়াজ সবজি। কুমোরটুলির কাছে রবীন্দ্র সরণীর উপর মদনমোহন তলার সামনে সিপিএম শুরু করেছে এই ‘শ্রমজীবী বাজার’। সপ্তাহের শুরুর দিনে শহরের বাজারে পেঁয়াজ প্রতি কেজিতে বিক্রি হচ্ছে ৬০ টাকায়। সেখানে ‘শ্রমজীবী বাজার’ দিচ্ছে ৪০ টাকায়। অন্যদিকে বাজারে চন্দ্রমুখী আলু প্রতি কেজিতে ৩৫ টাকায় বিক্রি হলেও শ্রমজীবী বাজারে দিচ্ছে ৩০ টাকায়। রোজ সকাল ৭টা থেকে ১১ পর্যন্ত ছাত্র-যুব-মহিলা-শ্রমিক সংগঠনের কর্মীদের নিয়ে বাজার বসছে।
আর এই সাহায্যের ফলেই অনেক মানুষ নিতে পারছেন স্বস্তির নিশ্বাস। যখন কেন্দ্র দাম বাড়াতে ব্যস্ত তখন, দেশের মানুষকে খেতে দিতে একপ্রকার ব্যর্থ, তখন কিন্তু সিপিএম এর ‘শ্রমজীবী বাজার’ এগিয়ে এসেছে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্যে। যাতে দুবেলা দুমোঠো খেয়ে, সুস্থ ভাবে বাঁচতে পারেন মানুষ সেই চেষ্টাতেই রয়েছে তাঁরা। এই ‘শ্রমজীবী বাজার’ এর ফলে যে বহু মানুষের সুবিধা হবে তা বলা বাহুল্য। কোনোভাবেই যাতে কেউ অভুক্ত না থাকেন এখন সেটাই বোধ হয় এঁদের প্রচেষ্টা।
ছবি : ইন্টারনেট থেকে সংগৃহীত