ইস্তফাপত্র খারিজ শুভেন্দুর, এখনো বিধায়ক রূপেই তিনি
ইস্তফাপত্র তে কিছু ভুল থাকায় মানা হয়নি সেটি, পরবর্তী নির্দেশের দিকে তাকিয়ে অধিকারী স্বয়ং

পৃথা কাঞ্জিলাল : গত নভেম্বর মাসের ২৭ তারিখেই রাজ্যের প্রাক্তন পরিবহণ মন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikary) ইস্তফা দিয়েছিলেন রাজ্যের মন্ত্রীসভা থেকে। তিনি নিজে বিধানসভায় গিয়ে অধ্যক্ষের অনুপস্থিতিতে সচিবের হাতে পদত্যাগ পত্র জমা দিয়ে এসেছেন। কিন্তু সেই পদত্যাগপত্র নিয়ম মেনে জমা দেওয়া হয়নি বলে, তা গ্রহণ করা হবে না বলেই বৃহস্পতিবার জানিয়েছেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় (Biman Bandyopadhay)। একই সঙ্গে জানা গিয়েছে, তৃণমূলনেত্রীর কালিঘাটের বাড়ির ঠিকানাতে চিঠি পাঠিয়ে দলের সদস্যপদ থেকেও ইস্তফা দিয়েছেন শুভেন্দু।
বিমান বন্দ্যোপাধ্যায় এদিন সাংবাদিকদের উদ্দেশে বলেন, ‘শুভেন্দু অধিকারীর পদত্যাগপত্র দেখেছি। কিন্তু তা নিয়ম মেনে দেওয়া হয়নি। ফলে এই পদত্যাগপত্র গ্রহণ করা যাবে না। এই কথা এবং কেন গ্রহণ করা হয়নি তার কারণ সবই শুভেন্দু অধিকারিকে চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হবে। তাঁকে ফের নিয়ম মেনে ইস্তফা দেওয়ার কথা জানানো হবে এবং তারপরেই তাঁর ইস্তফা গ্রহণ করা হবে।’ অর্থাৎ বিধানসভার অধ্যক্ষের এই মন্তব্যের পর স্পষ্ট শুভেন্দু নিজে পদত্যাগপত্র জমা দিলেও তা বৈধ না হওয়ায় গ্রহণ হয়নি। ফলে তিনি এখনও বিধায়ক পদেই রয়েছেন। তাঁর ইস্তফার এখনও কোনও প্রশ্ন নেই।
এখনও পর্যন্ত খবর পাওয়া যাচ্ছে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) চিঠি পাঠিয়ে শুভেন্দু তৃণমূলের প্রাথমিক সদস্যপদ ছেড়ে দিয়েছেন। তৃণমূলের লেটার হেডে লেখা চিঠিতে শুভেন্দু লিখেছেন, তিনি তৃণমূলের প্রাথমিক সদস্যপদ-সহ সমস্ত পদ থেকে ইস্তফা দিচ্ছেন। তাঁকে যেন অবিলম্বে ওই সব দায়িত্ব থেকে অবিলম্বে অব্যাহতি দেওয়া হয়।