“টাকার লোভে আমাদের পরিবারকে শেষ করে দিয়েছে সিধু “- প্রাবজ্যোৎ সিং সিধুর বিরুদ্ধে তার দিদি
দিদি সুমন তুর সিধুকে "নিষ্ঠূর" বলে অবিহিত করেছেন

তিয়াসা মিত্র : সামনেই আসছে পাঞ্জাবের নির্বাচনী অনুষ্ঠান এবং সেইখানে এবং মুক্ষমন্ত্রীর মুখ চন্নি হবে না সিধু তাই নিয়ে চলছে জোর জল্পনা। এরই মধ্যে সমস্ত জল্পনাকে চাপিয়ে দিয়ে সিধুর দিদি সুমন তুর তার ভাই-এর বিরুদ্ধে সবার সামনে এমন কিছু কথা বলেন যা সত্যি অভাবনীয়। প্রাবজ্যোৎ সিং সিধু নাকি তারই মাকে সম্পত্তির লোভে বাড়ি থেকে বের করে দিয়েছিলেন। এমনি সংবাদ পাঞ্জাব ভোটার আগে পাশ করে দিদি সুমন। তিনি বলেন, ‘‘আমরা অনেক কঠিন সময় পেরিয়ে এসেছি। এ ব্যাপারে সমস্ত তথ্য প্রমাণ আমার হাতে আছে।’’ অতীতের ঘটনা তুলে ধরে তাঁর আরও অভিযোগ, ‘‘আমার বাবা মৃত্যুর সময় বাড়ি, পেনশন-সহ সম্পত্তি রেখে গিয়েছিলেন। কিন্তু সিধু টাকার লোভে ১৯৮৬-তে আমার অসুস্থ মাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলেন। আমরা সিধুর কাছে কোনও টাকা ফেরত চাই না। সত্যিটা জানাতে চাই। আমার মায়ের জন্য সুবিচার চাই। টাকার লোভে আমাদের পরিবারকে শেষ করে দিয়েছে সিধু।’’
সুমন তুরের আরও অভিযোগ, তিনি গত ২০ জানুয়ারি সিধুর সঙ্গে দেখা করতে তাঁর বাড়িতে গিয়েছিলেন। কিন্তু সিধু দরজা খোলেননি। সিধু তাঁকে ফোনেও ব্লক করে দিয়েছেন বলে অভিযোগ সুমনের। একইসঙ্গে তিনি বলেন, ‘‘আমার বয়স সত্তর পেরিয়েছে। এই সময় এ সব প্রকাশ্যে আনার কোনও উদ্দেশ্য আমার ছিল না। কিন্তু মনে হয়েছিল, সত্যিটা প্রকাশ্যে আসা উচিত। মাকে সুবিচার দিতেই এই বয়সে মুখ খুলতে বাধ্য হচ্ছি।’’ সুমন আরও দাবি করেন, ১৯৮৯ সালে একটি রেল স্টেশনে প্রয়াত হন তাঁদের মা। তবে এই পুরো বিষয়ে সিধুর কোনোরকম প্রতিক্রিয়া পাওয়া যায়নি এখনো পর্যন্ত।