মন্দার বাজারে পকেটে পড়ছে টান, আকাশছোঁয়া দাম পেট্রল-ডিজেলের
আন্তর্জাতিক বাজারে কমছে দাম, কিন্তু দেশীয় বাজারে অপরিবর্তিত দাম

দেবশ্রী কয়াল : অর্থনীতি ঠেকেছে তলানিতে, সাধারণ মানুষের পকেটে পড়ছে টান। এদিকে বিশ্ব বাজারে অপরিশোধিত তেলের দাম কমলেও দেশের বাজারে পেট্রল-ডিজেলের (Petrol-Diesel)দাম কমার বদলে বরং দাম হয়েছে আকাশ ছোঁয়া। ভারতের জ্বালানির দাম স্থির হয় আন্তর্জাতিক বাজারে দামের ওঠা-নামার ওপর নির্ভর করে। সেই অনুযায়ী, দেশেও পেট্রল-ডিজেলের দাম কমার কথা। কিন্তু তার পরেও গত ২৮ দিন ধরে বাজারে পেট্রল-ডিজেলের দাম অপরিবর্তিত। বিগত দু’বছর ধরে চড়া দামে জ্বালানি কিনতে হচ্ছে সাধারণ মানুষকে।
সোমবার আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ৪ সেন্ট কমেছে। এদিকে কলকাতা সহ তিন মেট্রো শহরে এখনও আকাশছোঁয়া জ্বালানির দাম। সোমবার কলকাতায় ডিজেলের দাম ৭৭ টাকা ২৪ পয়সা, চেন্নাইতে ৭৯ টাকা ২১ পয়সা, মুম্বইয়ে ৮০ টাকা ৫১ পয়সা, দিল্লিতে ৭৩ টাকা ৮৭ পয়সা। কলকাতায় পেট্রলের দাম ৮৫ টাকা ১৯ পয়সা, চেন্নাইতে ৮৬ টাকা ৫১ পয়সা, মুম্বইয়ে ৯০ টাকা ৩৪ পয়সা, দিল্লিতে ৮৩ টাকা ৭১ পয়সা। এর আগে টানা ৪৮ দিন জ্বালানির দাম অপরিবর্তিত রেখেছিল তেল কোম্পানিগুলি। ২০ নভেম্বর সামান্য বদলায় দাম। তারপর আবার টানা ২৮ দিন !.
যখন করোনা লকডাউনের কারনে, মানুষের অর্থনৈতিক অবস্থা চরমে, সেখানে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমলেও দেশীয় বাজারে কিছুতেই কমছে না তার দাম। গত ১ মাস ধরে তা অপরিবর্তিত রয়েছে। কিছুতেই কমছে না দাম। যার জেরেই সাধারণ মানুষের পকেটে পড়ছে টান। এখন প্রশ্ন উঠছে তাহলে কী বেসরকারিকরণ করার প্রচেষ্টার জন্যেই এমন আকাশ ছোঁয়া দাম ? যেখানে আন্তর্জাতিক বাজারে দাম কম, এবং দেশেও দাম কম হওয়ার কথা ছিল।