দীপাবলিতে বাজি ব্যবসায়ীদের মুখে হাসি, অনুমতি সুপ্রিমকোর্টে
করোনা পরিস্তিতির কথা মাথায় রেখে পরিবেশ বান্ধব বাজি ফাটানো যাবে

বনিতা রায়: গত ২৯শে অক্টোবর কলকাতা হাইকোর্টে বাজি নিষিদ্ধ করা হয়। হাইকোর্টের তরফে জানানো হয়, দীপাবলিতে বাজি ফাটানো যাবে না। জগদ্ধাত্রী পুজো, বড়দিন এবং বর্ষবরণের রাতেও বাজি ফাটানো যাবে না এমনটাই জানিয়ে দেয় হাইকোর্ট। করোনা রোগীদের এবং করোনা জয় করে আসা রোগীদের শ্বাসকষ্ট হতে পারে বাজি ফাটালে এমনটাই কারন দেখিয়ে কলকাতা হাইকোর্ট বাজি নিষিদ্ধ করে। এর ফলে বাজি ব্যবসায়ীদের অসুবিধার মুখে পরে। প্রায় ৩৩ লক্ষ বাজি ব্যবসায়ীর ভবিষ্যত্ অনিশ্চিত হয়ে পড়ে। মানুষের জীবনের থেকে ব্যবসায়িক স্বার্থ বড় নয় এমনটাই জানান বিচারপতিরা।
এরপর তারা সুপ্রিমকোর্টের দ্বারস্থ হন। সেই মামলায় জানিয়ে দিল, দীপাবলিতে সব ধরনের বাজি নিষিদ্ধ হতে পারে না। করোনা পরিস্তিতির কথা মাথায় রেখে পরিবেশ বান্ধব বাজি ফাটানো যাবে। সুপ্রিমকোর্ট জানিয়ে দেয়, নির্দেশ অমান্য করে যেকোন ধরনের বাজি ফাটানো হচ্ছে কিনা বা কেউ বাজি বিক্রি করছে কিনা সে বিষয়ের ওপর রাজ্য সরকারকেই নজর রাখতে।