
বনিতা রায় : রাগ সামলাতে না পেরে খুন করেছে মেয়ে কারন জানা গেছে বারবার বাড়ি থেকে বেরিয়ে যেতেন বাবা। বাবার মাথায় বাঁশ দিয়ে মেরে থেঁতলে দিয়েছে তার জন্য কোনও অনুতাপ নেই মেয়ের। পুলিশের কাছে সে জানিয়েছে, ‘বেশ করেছি মেরেছি। অনেকবার মেরেছি।’ ঘটনাটি ঘটেছে হুগলির উত্তরপাড়া এলাকায়। জানা গেছে, গোটা ঘটনা বাড়ির পরিচারিকার প্রথমে নজরে আসে। তারপরই তিনি স্থানীয় বাসিন্দাদের খবর দেন।
মৃতের নাম কালীপদ দাস। বছর তিরাশির এই বৃদ্ধ ছিলেন অবসরপ্রাপ্ত রেলকর্মী। তার বাড়িতে তিনি ছাড়াও তাঁর স্ত্রী থাকতেন এবং তাদের সাথেই থাকতেন বিবাহবিচ্ছিন্না মেয়ে কেয়া। জানা গেছে বৃদ্ধ বাবার সঙ্গে কেয়ার ঝামেলা লেগেই থাকত হামেশাই তা চরম আকার নেয় শনিবার। কেয়া পুলিশকে জানিয়েছে, তার বাবা তাঁকে মারতে আসছিলেন বাঁশ নিয়ে তাই সে পাল্টা বাঁশের আঘাত করেছে বাবার মাথায়। বৃদ্ধ অতিরিক্ত আঘাতে মাটিতে লুটিয়ে পড়েন এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।এই ঘটনার পরই কেয়ার মাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ এসে মৃতদেহটিকে বাথরুমের সামনে পড়ে থাকতে দেখে। ঘটনায় জেরে মেয়েটিকে আটক করে বাড়ি সিল করে দেওয়া হয়েছে। এখনও পর্যন্ত জানা যায়নি ঠিক কী নিয়ে অশান্তি শুরু হয়েছিল তবে পুলিশ তদন্ত চালাচ্ছে।