সঙ্কটজনক অবস্থায় সৌমিত্র বাবু, ইনভেসিভ ভেন্টিলেশনে দেওয়ার সিদ্ধান্ত চিকিৎসকদের
যুদ্ধে জয়ী হয়ে অপু তুমি ফিরে এসো, সবার কামনা এটুকুই

দেবশ্রী কয়াল : সবাই উদ্বিগ্ন অপুর স্বাস্থ্য নিয়ে, চাইছে খুব শীঘ্রহি যাতে সুস্থ হয়ে বাড়ি ফেরে। গত সপ্তাহে মারণ করোনা রোগে আক্রান্ত হয়ে বর্তমানে বেলভিউ নার্সিংহোমে চিকিৎসারত বর্ষীয়ান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় ( Soumitra Chatterjee)। এখনও সঙ্কটজনক অবস্থায় তাঁর স্বাথ্য। তাঁর চিকিৎসার জন্যে রয়েছে একটি বিশেষ মেডিক্যাল টিম। এবার চিকিৎসকরা সিদ্ধান্ত নিয়েছেন সৌমিত্র বাবুকে ইনভেসিভ ভেন্টিলেশনে দেওয়ার জন্যে।
সূত্রের খবর সৌমিত্র চট্টোপাধ্যায়ের শরীরে সোডিয়াম-পটাশিয়ামের মাত্রা স্বাভাবিক নয়। তাঁর স্নায়ু সংক্রান্ত সমস্যা একই রকম রয়েছে। এখনও কাটেনি তাঁর আচ্ছন্নতা ও অস্থিরতা। তবে,রাতে ঘুমিয়েছেন বর্ষীয়ান অভিনেতা। তবে এখনও তাঁর শারীরিক অবস্থা সঙ্কটজনক হওয়ায় অভিনেতাকে ইনভেসিভ ভেন্টিলেশনে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন চিকিৎসকরা।
গত সপ্তাহের মঙ্গলবার বেলা ১১টা নাগাদ ইএম বাইপাসের ধারে বেলভিউ হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে ভর্তি হন সৌমিত্র চট্টোপাধ্যায়। এরপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাসপাতাল কর্তৃপক্ষকে ফোন করেন সৌমিত্র চট্টোপাধ্যায়ের মেডিক্যাল টিমে দুই সরকারি চিকিত্সকের অন্তর্ভূক্তির নির্দেশ দেন। যখন অভিনেতাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল তখন মৃদু জ্বর নিয়ে ভর্তি হয়েছিলেন। হাসপাতালে ভর্তির পর তার জ্বর কমে যায়। অক্সিজেনের মাত্রাও তখন স্বাভাবিক ছিল। যদিও তারপরে শ্বাসকষ্ট জনিত সমস্যা হওয়ায় শারীরিক অবস্থার অবনতি হয় অভিনেতার। এছাড়া আরও নানান শারীরিক সমস্যার জেরে বর্তমনে অভিনেতার শারীরিকঅবস্থা সঙ্কটজনক।