Weather

স্বস্তির নিঃশ্বাস ফেলবে দক্ষিণবঙ্গ, সোমবার থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা

দক্ষিণের বেশ কিছু জেলাতে সোমবার এবং মঙ্গলবার ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা আছে

মধুরিমা সেনগুপ্ত: বিগত কয়েক দিনের প্যাচপ্যাচে গরমের পর এবার একটু স্বস্তির নিঃশ্বাস ফেলবে দক্ষিণবঙ্গ। সোমবার থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা আছে এমনটাই জানালো আবহাওয়া দফতর। তারা জানিয়েছে, বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ তৈরি হওয়ার জেরেই আগামী কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা আছে দক্ষিণবঙ্গে।

ভারী বৃষ্টিপাতের আশংকায় উপকূলবর্তী জেলাগুলিতে মত্‍স্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে এবং যারা ইতিমধ্যেই চলে গিয়েছেন তাদের আজ রাতের মধ্যেই ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে। একইসাথে আগামী দুদিন যেন কেউ সমুদ্রে না যায় সেদিকেও নজর রাখতে বলা হয়েছে। অপরদিকে উত্তরবঙ্গেও সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। উত্তরবঙ্গে বিগত কয়েকদিন ধরে টানা বৃষ্টিপাত হচ্ছে।

কলকাতার আকাশ আজ সারাদিন মেঘলা থাকবে। বাতাসে জলীয় বাষ্পের আধিক্যের কারণে আদ্রতাজনিত অস্বস্তি বৃদ্ধি পাবে। কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টিও হতে পারে। দক্ষিণের বেশ কিছু জেলাতে সোমবার এবং মঙ্গলবার ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা আছে। আবহাওয়া অফিস সিত্রে জানা যাচ্ছে, বঙ্গোপসাগরে বেশ কয়েকটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার কারণে নিম্নচাপ তৈরির প্রবল সম্ভাবনা আছে। মৌসুমি অক্ষরেখা ডালটনগঞ্জ এবং দিঘার উপর দিয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। দক্ষিণ-পূর্ব বাতাসে ভর করে প্রচুর জলীয় বাষ্প প্রবেশ করছে রাজ্যে। এর জেরে ভাসবে উত্তরবঙ্গের জেলাগুলি। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহার জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। এছাড়া অতি ভারী বৃষ্টিও হতে পারে দু-এক জায়গাতে।

Show More

Related Articles

Leave a Reply

Back to top button
%d bloggers like this: