প্রোস্টেট ও উরোলোজির সমস্যা : মুশকিল আসনে R G Stone Urology & Laparoscopy Hospital , কলকাতা
লক্ষণ অবহেলা করলেই বিপদ বাড়বে , দিশেহারা হবার আগেই সচেতন হন : শশাঙ্ক দাস

নিজস্ব সংবাদদাতা : গোটা বিশ্বে ফুসফুসের ক্যান্সারের পর প্রস্টেট ক্যান্সারেই সবচেয়ে বেশি সংখ্যক পুরুষের মৃত্যু হয়। প্রাথমিক পর্যায়ে প্রস্টেট ক্যান্সার ধরা পড়লে রোগীকে প্রাণে বাঁচানো সম্ভাব জানালেন কেন্দ্র অধিকর্তা শশাঙ্ক দাস, R G Stone Urology & Laparoscopy Hospital , কলকাতা । তবে সমস্যা বা চিন্তার বিষয় হল, বেশির ভাগ ক্ষেত্রেই প্রাথমিক পর্যায়ে প্রস্টেট ক্যান্সারের লক্ষণগুলি চিনতে পারা যায় না। যখন সমস্যা মারাত্মক আকার ধারণ করে, তখন রোগীকে বাঁচানো প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায়।
শশাঙ্ক দাস বলেন পঞ্চাশ পেরনো পুরুষদের মধ্যে প্রস্টেট ক্যান্সারের ঝুঁকি বেশি। প্রস্টেট ক্যান্সার নির্ধারণের মূল হাতিয়ার হল, পিএসএ টেস্ট বা প্রস্টেট স্পেসিফিক অ্যান্টিজেন টেস্ট। এই রক্ত পরীক্ষার মাধ্যমে প্রস্টেট ক্যান্সার নির্ধারণ করা হয়। অধ্যাপক বাহরামি জানান, রক্তে পিএসএ-র মাত্রা সাধারণত ১ থেকে ৪-এর মধ্যেই থাকে। তবে কারও রক্তে পিএসএ-র মাত্রা ৪-এর বেশি হওয়া মানেই যে তিনি প্রস্টেট ক্যান্সারে আক্রান্ত, তা ধরে নেওয়ার কোনও কারণ নেই। এরই সঙ্গে ডিজিটাল রেক্টাল টেস্ট করাতে হবে। এই টেস্টে প্রস্টেটে কোনও রকম স্ফীতি বা ফোলা ভাব লক্ষ্য করলে বায়োপ্সি করানো জরুরি। তবেই প্রস্টেট ক্যান্সারের বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।
কেন এই উদ্বেগ :
১) প্রস্রাবের সময় যদি সমস্যা হয় বা মূত্রত্যাগের গতি কমে যায়, সে ক্ষেত্রে দ্রুত চিকিৎসকের স্মরণাপন্ন হওয়া জরুরি। তবে এ ধরনের সমস্যা মূত্রনালীর সংক্রমণের কারণেও হতে পারে।
২) প্রস্রাবের রং স্বাভাবিকের থেকে গাঢ় হলে, মূত্রত্যাগের সময় তলপেটে ব্যথা বোধ করলে চিকিৎসকের স্মরণাপন্ন হওয়া জরুরি। কারণ, এটি প্রস্টেট ক্যান্সারের অন্যতম একটি লক্ষণ।
আরও পড়ুন: উপসর্গ থেকে আগেভাগেই চিনে নিন ভয়ঙ্কর যৌনরোগগুলিকে
৩) প্রস্রাবের সময় যদি প্রস্রাবের সঙ্গে রক্ত বের হয় বা যদি কোনও রকম ব্যথা বা জ্বালা বোধ করলে দ্রুত চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন।
৪) হাড়ে ব্যথা বোধ করলে, বিশেষ করে মেরুদণ্ডে বা কোমরে ব্যথা হলে তা প্রোস্টেট ক্যানসারের লক্ষণ হতে পারে।
এ ছাড়াও বীর্যের সঙ্গে রক্ত, তলপেটে অসহ্য যন্ত্রণা, প্রস্রাব বন্ধ হয়ে যাওয়া ইত্যাদি প্রোস্টেট ক্যানসারের অন্যতম লক্ষণ।
৫) মূত্র ত্যাগের সময় ব্যথা হলে বা সমস্যা দেখা দিলে দেরি না-করে চিকিৎসকের পরামর্শ নিন। কষ্টপূর্ণ মূত্রত্যাগ ও বীর্যপাত এই রোগের প্রধান লক্ষণ।
৬) আবার রাতে বার বার মূত্রত্যাগ করলেও সাবধান হন। এটি বয়সজনিত প্রস্টেট গ্রন্থির বেড়ে যাওয়ার কারণে হতে পারে। আবার প্রস্টেট ক্যানসার দায়ী হতে পারে। সিরাম পিএসএ পরিমাপের একটি রক্ত পরীক্ষা করানোর মাধ্যমেই এই দুইয়ের মধ্যে পার্থক্য করা যাবে। তাই বিলম্ব না-করে নিজের ইউরোলজিস্টের পরামর্শ নেবেন।
৭) মূত্য ত্যাগ আটকানো বা থামানো অথবা শুরু করতে সমস্যা হলে অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নিন।
৮) কোনও পুরুষের যৌন জীবন যদি ইরেকটাইল ডিসফাংশানের কারণে বাধিত হয়, তা হলে এটি প্রস্টেট ক্যানসারের কারণে হয়ে থাকতে পারে।
৯) মূত্র বা বীর্যে রক্ত নিঃসৃত হওয়াও প্রস্টেট ক্যানসারের দিকে ইশারা করে। তবে ভয় পাবেন না। নিজের চিকিৎসকের পরামর্খশ নিয়ে এই সমস্যার আসল কারণ সম্পর্কে নিশ্চিত হন।
১০) মূত্রত্যাগে অক্ষমতা, প্রস্রাব চেপে রাখতে না-পারা, পেলভিক অংশে ফোলা ভাব, পা ও পায়ের পাতা অসাড় হয়ে যাওয়া। হাড়ে ব্যথা ও সামান্য আঘাত বা অন্য যে কোনও কারণেই হাড় সহজে ভেঙে যাওয়া এই ক্যানসারের অন্যতম কারণ।
আর এই উদ্বেগ নিয়ে জনসচেতনতা তৈরী করতে WALKATHON ’22 এর আয়োজন। R G Stone Urology & Laparoscopy Hospital এ গত কাল বসেছিল চাঁদের হাট। উপস্থিত ছিলেন বিচারপতি সমরেশ ব্যানার্জী , প্রথম লোকায়ুক্ত পশ্চিমবঙ্গ ,মেয়র পরিষদ দেবাশীষ কুমার , স্থানীয় পৌরমাতা মধুছন্দা দেব , দিব্যেন্দু বড়ুয়া , গ্র্যান্ডমাস্টার, সিধু, গায়ক -ক্যাকটাস, বুলবুলি পাঞ্জা অভিনেত্রী, রাহুল বর্মন , অভিনেতা ও পরিচালক , পাপিয়া অধিকারী , অভিনেত্রী, সুমন ব্যানার্জী , অভিনেতা ও পরিচালক ও R G Stone Urology & Laparoscopy Hospital কর্তৃপক্ষ। আর বিশিষ্ট চিকিৎসক দের মধ্যে ছিলেন চিকিৎসক দেবাশিস দেব ,চিকিৎসক অরিন্দম দত্ত ,চিকিৎসক গিরিজা , চিকিৎসক গৌতম নন্দী প্রমুখ। এছাড়াও কলকাতার বেশ কিছু ক্লাব উদ্যোক্তারা হাজির সাতসকালে , প্রায় জনা ৪০০ মানুষের সমাবেশ। নজরকাড়া উদ্যোগকে স্বাগত জানিয়েছে সাধারণ মানুষের পক্ষ থেকে।