আজকের জোরদার টক্কর দিল্লি ক্যাপিটালস বনাম কলকাতা নাইট রাইডার্স
এক নজরে দেখে নিন আজকের ম্যাচের দুই দলের প্রথম একাদশ।

পল্লবী কুন্ডু : চলছে ক্রিকেট জগতের অন্যতম উজ্জ্বল টুর্নামেন্ট ‘আইপিএল’। খেলা শুরু হওয়ার আগে বিরাট জল্পনা-কল্পনার মুখে পড়েছিল ক্রিকেট প্রেমীরা। তবে সেই ধোঁয়াশার মেঘ কাটিয়ে চলছে লীগ। কিন্তু সকলের মনেই একটা খারাপ লাগা রয়েই গেলো। করোনা সংক্রমণের জেরে ভারতের মাটিতে না হয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ চলছে দুবাই ভূমিতে। তবে ভারতীয় সময় অনুযায়ী সকলেই টিভির সামনে বসে পড়ছেন। কেউই মিস করছেন না কোনো ম্যাচ। ঘরে বসেই নিজের পছন্দের দলকে সাপোর্ট করছেন ভক্তরা।
আর ভক্তদের কথাই যখন উঠলো তখন কলকাতার ফ্যান বেস নিয়ে সকল খেলোয়াড়েরই অত্যন্ত আগ্রহী থাকে যে কখন কলকাতার মাঠে খেলা হবে আর সাথে থাকবে কলকাতার দর্শকদের মধ্যে সেই উত্তেজনা, সেই চার্মিংনেস। আর যদি কথা কলকাতা নাইট রাইডার্স-এর আসে তবে সেক্ষেত্রে সকল ভক্তরা চোখ পেতে বসে আছে টিভির পর্দায়। প্রথম ম্যাচে পরাজিত হলেও পর পর দুটি ম্যাচে জয়লাভ করেছে কলকাতা শিবির। আর তাই আজও সকলের চোখ দিল্লি বনাম কলকাতার ম্যাচে। নতুন কি ধামাকা নিয়ে আসেন গিল, মাভি, রাসেল তা দেখার জন্যই অধীর আগ্রহে বসে সকল ফ্যানেরা।
তাহলে চলুন এক নজরে দেখে নেওয়া যাক এই দুই দলের প্রথম একাদশ কারা –
কলকাতা নাইট রাইডার্স-এর দলের প্রথম একাদশ : দীনেশ কার্তিক (অধিনায়ক ও উইকেটকিপার), আন্দ্রে রাসেল, কমলেশ নাগরকোটি, কুলদীপ যাদব, লকি ফার্গুসন, নীতীশ রানা, খ্যাতিমান কৃষ্ণ, রিঙ্কু সিং, সন্দীপ ওয়ারিয়র, শিবম মাভি, শুভমান গিল, সিদ্ধেশ লাদ, সুনীল নারায়ণ, প্যাট কামিন ,ইয়ন মরগান, বরুণ চক্রবর্তী, টম ব্যান্টন, রাহুল ত্রিপাঠি, ক্রিস গ্রিন, এম সিদ্ধার্থ, নিখিল নায়েক, আলী খান।
দিল্লি ক্যাপিটালস-এর দলের প্রথম একাদশ : শ্রেয়াস আইয়ার (অধিনায়ক), রবিচন্দ্রন অশ্বিন, শিখর ধাওয়ান, পৃথ্বী সৌভ, শিমরন হেটমায়ার, কাগিসো রাবাদা, অজিংক্য রাহানে, অমিত মিশ্র, ঋষভ পান্ত (উইকেটরক্ষক), ইশান্ত শর্মা, অক্ষর প্যাটেল, সন্দীপ লেমিচেন, কেমো পল, ড্যানিয়েল স্যামস , মোহিত শর্মা, এনরিক নার্জে, অ্যালেক্স কেরি, আবেশ খান, তুষার দেশপাণ্ডে, হর্ষাল প্যাটেল, মার্কাস স্টোনিস, ললিত যাদব।