‘করবো লড়বো জিতবো রে… করবো লড়বো রে, জিতবো রে….’, আজ প্রথম ম্যাচ, মাঠে নামবে কলকাতা
নাইট রঙে রঙিন হয়ে উঠেছে বিশ্বের উচ্চতম বহুতল বুর্জ খালিফা

পল্লবী কুন্ডু : আইপিএল মানে নিজের জানতেই কানে ভেসে আসছে ‘করবো লড়বো জিতবো রে… করবো লড়বো রে, জিতবো রে….’।আর এই জোস তা ফিরিয়ে আনার দিন আজ। আর কিছু সময়ের অপেক্ষা, চলতি সিরিজের কলকাতার প্রথম ম্যাচ আজ। মুম্বাই বনাম কলকাতার একটা হাড্ডাহাড্ডি খেলা দেখার জন্য মুখিয়ে রয়েছে গোটা কলকাতাবাসী সাথে একটা চাপা উত্তেজনা। কলকাতার প্রথম ম্যাচ হলেও মুম্বাই-এর এটি দ্বিতীয় ম্যাচ। আর প্রথম খেলায় পরাজিত হওয়ায় আজ আরো আগ্রাসী ভূমিকায় দেখা যাবে রোহিতের দলকে।
তবে মুম্বই ইন্ডিয়ান্স একটু চাপে থাকলেও প্রথম ম্যাচ খেলতে নামার আগে বেশ খোশ মেজাজে রয়েছে কেকেআর টিম। আর তাদেরকে আরও উত্সাহ দিতে কার্যত নাইট রঙে রঙিন হয়ে উঠেছে বিশ্বের উচ্চতম বহুতল বুর্জ খালিফা। বেগুনি ও সোনালী রঙে সুসজ্জিত এই বহুতল কার্যত নাইট শিবিরকে বালির দেশে স্বাগত জানাচ্ছে।গতবারের আইপিএলে আন্দ্রে রাসেল ছাড়া সেভাবে ব্যাট হাতে কাউকে নাইট সংসারে সফল হতে দেখা যায়নি।
তবে এবার দলে ভারসাম্য রয়েছে এমনটাই আইপিএল শুরু হওয়ার আগে দাবি করেছিলেন নাইট কোচ জ্যাক ক্যালিস। আজ, বুধবার সন্ধ্যায় সত্যি সত্যি ভারসাম্য বজায় থাকে কিনা, এখন সেটাই দেখার। কলকাতাবাসী তাদের উত্তেজনা আর ধরে রাখতে পারছেন না। শুধু অপেক্ষা সন্ধ্যা ৭ টা বেজে ৩০ মিনিটের।