বিরাটের পারফরমেন্সে কুরুচিকর মন্তব্যের অভিযোগ সুনীল গাভাস্কারের বিরুদ্ধে
সংশ্লিষ্ট বিষয় নিয়ে গাভাস্কার বললেন,'আমি কোনও সেক্সিস্ট কমেন্ট করিনি। আমার কথাকে টুইস্ট করে অন্য মানে করা হচ্ছে।'

পল্লবী কুন্ডু : শুধুমাত্র কি ঠাট্টার ছলেই নাকি ইচ্ছে করেই এই কুরুচিকর মন্তব্য ? গতকালের ম্যাচের পর তোলপাড় সোশ্যাল মিডিয়া।প্রথমে লোকেশ রাহুলের জোড়া ক্যাচ মিস এবং পরে ব্যাট হাতে এক রানে বিরাটের প্যাভেলিয়নে ফেরা নিয়ে গাভাস্কার বলেন, ‘লকডাউনে তো উনি (বিরাট) শুধুমাত্র অনুষ্কার বলেই প্র্যাকটিস করেছেন।’ আর এই মন্তব্যের পরেই ঝড় ওঠে সামাজিক মাধ্যমে।
সংশ্লিষ্ট বিষয় নিয়ে গাভাস্কার বললেন,’আমি কোনও সেক্সিস্ট কমেন্ট করিনি। আমার কথাকে টুইস্ট করে অন্য মানে করা হচ্ছে।’এ নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেন অনুষ্কা। তিনি বলেন, ‘মিস্টার গাভাসকার আপনার বক্তব্য খুবই কুরুচিকর। কিন্তু আমি চাইব আপনি একজন ক্রিকেটারের পারফরম্যান্সের জন্য কেন তাঁর স্ত্রীকে টেনে আনলেন তার ব্যাখ্যা দেবেন। আমি নিশ্চিত এত বছর ধরে আপনি প্রত্যেক ক্রিকেটারের ব্যক্তিগত জীবনকে সম্মান জানিয়েছেন। তাহলে আপনার কি মনে হয় না আমরাও সেই সম্মান পেতে পারি?’
অভিনেত্রী অনুষ্কার এই মন্তব্যের পরিপ্রেক্ষিতেই গাভাস্কার রীতিমত বাধ্য হয়ে বলেন,’যখন সিদ্ধান্ত হয় , ট্যুরে বান্ধবী বা স্ত্রীকে নিয়ে যাওয়া যাবে না তখন আমি বিরোধিতা করি। কারণ আমি এই ধরনের পশ্চাদগামী ধারণায় বিশ্বাস করি না।’ আর পাশাপাশি গতকালের মন্তব্য নিয়ে সুনীল গাভাস্কার বলেন, ‘লকডাউনে বিরাট একটা ভিডিও দিয়েছিলেন সোশ্যাল মিডিয়ায়। তাতে টেনিস বল নিয়ে বোলিং করছিলেন অনুষ্কা। আর ব্যাট করছিলেন বিরাট। আমি সেই সূত্র ধরেই খুবই হালকা ছলে কথাটা বলেছিলাম।’
এই মুহূর্তে নেটিজেনদের দাবি, অবিলম্বে গাভাস্কারকে আইপিএলের কমেন্ট্রি প্যানেল থেকে সরাতে হবে। অতীতে গাভাস্কার কী কী বিতর্কিত মন্তব্য করেছিলেন তা নিয়েও সরব হয়েছেন অনেকে। তাঁদের বক্তব্য, অন্যকে হেয় করার প্রবণতা গাভাস্কাররে নতুন নয়।যে ইঙ্গিত-এই তিনি বলে থাকুন না কেন সংশ্লিষ্ট বিষয় নিয়ে জোড় সমালোচনার সম্মুখীন হয়েছেন সুনীল গাভাস্কার। বিরাটের পারফরম্যান্সের বিশ্লেষণে আইপিএলের কমেন্ট্রি বক্স থেকে অনুষ্কাকে টেনে আনা নিয়ে তোলপাড় চলছে সোশ্যাল মিডিয়ায়। রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বনাম কিংস ইলেভেন পাঞ্জাব ম্যাচে ফিল্ডিং এবং ব্যাটিংয়ে বিরাটের জঘন্য পারফরম্যান্স নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগ ওঠে গাভাস্কারের বিরুদ্ধে।