এসএসসি, গ্রুপ ডি-সহ ১০টি মামলা থেকে সরল ডিভিশন বেঞ্চ : জল্পনা তুঙ্গে
সোমবার সাত সকলেই এসএসসি, গ্রুপ ডি-সহ ১০টি মামলার শুনানিতে বিচারপতি টন্ডন ব্যক্তিগত কারণে এই মামলাগুলি থেকে সরে দাঁড়াচ্ছেন

নিজস্ব সংবাদদাতা : কলকাতা হাই কোর্টের বিচারপতি টন্ডন ব্যক্তিগত কারণ দর্শিয়ে গ্ৰুপ-সি, গ্ৰুপ-ডি এবং নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগ-সহ মোট ১০টি মামলা থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন । এই ডিভিশন বেঞ্চে এসএসসি-র ১০টি মামলার শুনানির কথা ছিল। সাতসকালেই শুনানির শুরুতেই বিচারপতি টন্ডন জানিয়ে দেন তিনি আর এই মামলা শুনছেন না। শুধু তাই নয়, অতয়েব গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মী নিয়োগ সংক্রান্ত মামলা-সহ মোট ১০ টি মামলা থেকে নিজেদের সরিয়ে নিচ্ছে বিচারপতি হরিশ টন্ডন ও বিচারপতি রবীন্দ্র সামন্তের ডিভিশন বেঞ্চ। পরবর্তী সিদ্ধান্ত নেবেন প্রধান বিচারপতি।
বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় SSC কমিটির আহ্বায়ক শান্তিপ্রসাদ সিন্হা এবং বাকি চার সদস্যকে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন , আজই কেন্দ্রীয় তদন্ত কারীদের সামনে হাজির হতে হবে। আর এই নির্দেশ কে কার্যকর করার জন্য কলকাতা হাইকোটের রেজিস্টার জেনারেল মাধ্যম কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার কে নির্দেশ , যে হাজির করাতে হবে এই চারজনকে । শান্তিপ্রসাদকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই। কিন্তু বাকিরা সিবিআই মুখোমুখি না হয়ে সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে মামলা করেন। সোমবার ওই মামলাটি হরিশ টন্ডনের ডিভিশন বেঞ্চে শুনানির কথা থাকলেও, তা হচ্ছে না। এর ফলে এই তদন্তে সাঁড়াশি চাপের মুখে SSC কর্তারা।