West Bengal

SSKM-এ ভর্তি অনুব্রত

বাংলার দাপুটে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল ভর্তি রয়েছেন এসএসকেএম হাসপাতালে। উচ্চরক্তচাপ, শ্বাসকষ্ট, কার্বোঙ্কলের সমস্যা নিয়ে তিনি ভর্তি রয়েছেন, তার শারীরিক অবস্থা স্থিতীশিল না হওয়া পর্যন্ত , ছুটি পাচ্ছেন না অনুব্রত মণ্ডল।কয়েকদিন আগেই শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগতে থাকেন বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। রয়েছে সংক্রমণজনিত সমস্যাও। আর এই সমস্যাগুলি নিয়ে তিনি ভর্তি হয়েছেন এসএসকেএম হাসপাতালে। শুক্রবার তিনি ভর্তি হন। তাঁর চিকিৎসার জন্য গঠিত হয়েছে একটি মেডিকেল বোর্ড। আর সেই বোর্ডেই সিদ্ধান্ত নেওয়া হয় যে অস্ত্রোপচার করতে হবে অনুব্রত মণ্ডলের। রক্তচাপের অবস্থা চিকিৎসকদের ভাবাচ্ছে। তবে আপাতত শারীরিক অবস্থা স্থিতিশীল। এর আগেও এই একই ধরনের সমস্যা নিয়ে এসএসকেএম-এ ভর্তি হন অনুব্রত মণ্ডল। প্রসঙ্গত, লোকসভা ভোটের ফল প্রকাশের পরেই অনুব্রত মণ্ডল জানান , এবার খানিকটা সময় তিনি পরিবারকে দিতে চান। চিকিৎসা করাতে চান তাঁর স্ত্রীয়ের। আর তারই মধ্যে বীরভূমের দাপুটে নেতা নিজে অসুস্থ হয়ে পড়েছেন।

Show More

OpinionTimes

Bangla news online portal.

Related Articles

Back to top button
%d bloggers like this: