Big Story

প্রজাতন্ত্র দিবসে উল্টো পতাকাউত্তোলন বিজয়নের মন্ত্রী, ইস্তফা দাবি কেরল বিজেপি-র

তার পাশে দাঁড়িয়ে ও হাক সমস্ত রাজনৈতিক সদস্যদের নজরে আসেনি ব্যাপারটি

তিয়াসা মিত্র : প্রজাতন্ত্র দিবসের দিন দেশকে সন্মান জানাতে উত্তোলিত হয়ে থাকে “তিরঙ্গা” আর সেই তিরঙ্গা আজকের দিনে উল্টো উত্তোলন করে ফেললেন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন মন্ত্রিসভার সদস্য আহমেদ দেবাকরকোভিল। বুধবার কাসারগড় পুরসভা প্রাঙ্গণে আয়োজিত প্রজাতন্ত্র দিবস পালন কর্মসূচিতে তিনি উল্টো জাতীয় পতাকা উত্তোলন করেন বলে অভিযোগ। আহমেদের বিরুদ্ধে দেশবিরোধী কার্যকলাপের অভিযোগ তুলে তাঁর ইস্তফা দাবি করেছে বিজেপি। \

প্রত্যক্ষদর্শীদের দাবি বিষয়টি ওনার পাশে দাঁড়িয়ে থাকা কারোর নজরে আসেনি। তিনি অভিবাদন দিয়ে চলে যেতে থাকেন কিন্তু , তৎক্ষণাৎ সাংবাদিকদের বিষয়টি নজরে এলে তড়িতড়ি মন্ত্রী ফিরে আসেন এবং নতুন করে সঠিক ভাবে পতাকা উত্তোলন করেন। সংখ্যালঘু সংগঠন ‘ইন্ডিয়ান ন্যাশনাল লিগ’ (আইএনএল)-এর নেতা আহমেদ কেরলে সিপিএম নেতৃত্বাধীন এলডিএফ জোট সরকারের বন্দর ও পুরাতত্ত্ব বিভাগের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী। ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগ (আইইউএমএল) ভেঙে তৈরি হওয়া ওই সংগঠনের নেতাদের বিরুদ্ধে অতীতেও ‘রাষ্ট্রবিরোধী কার্যকলাপের’ অভিযোগ উঠেছে।

Show More

OpinionTimes

Bangla news online portal.

Related Articles

Leave a Reply

Back to top button
%d bloggers like this: