‘বিশ্বের দরবারে বিশ্ববাংলা’, শেষ মুহূর্তে অনুষ্ঠান বাতিল বার্তা
এদিন দুপুরে অক্সফোর্ড ইউনিয়নের ডিবেটে বক্তৃতা রাখতেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

পল্লবী কুন্ডু : আবারো বিশ্ব দরবারে বাংলা। আজ দুপুর আড়াইটে নাগাদ আবারো তৈরী হতে চলেছিল পূর্বের ইতিহাস। এদিন দুপুরে রাজ্যে গত ১০ বছরের উন্নয়নের খতিয়ান সারা বিশ্বের সামনে তুলে ধরবেন মুখ্যমন্ত্রী(Mamata Banerjee)। এদিন দুপুরে অক্সফোর্ড ইউনিয়নের ডিবেটে(The Oxford Union Debate) বক্তৃতা রাখতেন তিনি। তবে অনুষ্ঠানের এক ঘণ্টার কম সময় আগে উদ্যোক্তাদের পক্ষ থেকে নবান্নে টেলিফোন করে জানিয়ে দেওয়া হয় অনুষ্ঠান বাতিলের কথা।
পরবর্তী সময়তে এই অনুষ্ঠান নিয়ে স্বরাষ্ট্র দফতরের তরফে জানানো হয়েছে, উদ্যোক্তারা বিশেষ কিছু অসুবিধার জন্য এই অনুষ্ঠান আপাতত স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছেন এবং তা শেষ সময়ে টেলিফোন করে মুখ্যমন্ত্রীক জানানো হয়েছে। পরে অনুষ্ঠানের দিন ও সময় জানানো হলে, তা জানিয়ে দেওয়া হবে। আর স্বরাষ্ট্র দফতরের এই বিজ্ঞপ্তি-ই যেন অবাক করেছে সকলকে।
উল্লেখ্য, এর আগেও মুখ্যমন্ত্রীর একাধিক আন্তর্জাতিক অনুষ্ঠান এভাবেই শেষ মুহূর্তে বাতিল হয়ে গিয়েছিল। তবে এবার কী কারণে বাতিল হল, তা এখনও স্পষ্ট নয়। সংশ্লিষ্ট অনুষ্ঠানের বেশকিছুদিন আগেই মুখ্যমন্ত্রীকে অক্সফোর্ড ইউনিয়নের পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে চলতি এই অতিমারী পরিস্থিতির কারণে গোটা অনুষ্ঠানই ভার্চুয়ালি হওয়ার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। যেখানে অন্যান্য মুখ্যমন্ত্রী তো দূর প্রধানমন্ত্রীও বক্তব্য রাখার সুযোগ পান না সেখানে বাংলার কাছে এই বিষয়টি সত্যিই গর্বের। যদিও এটি প্রথম নয়, এর আগেও কন্যাশ্রী নিয়ে বিশ্বের দরবারে উঠেছিলেন মুখ্যমন্ত্রী।
মার্গারেট থ্যাচার ও থেরেসা মে’র পর মমতাই তৃতীয় মহিলা রাজনৈতিক ব্যক্তিত্ব যিনি এই প্ল্যাটফর্মে বক্তৃতা রাখতেন। নবান্ন সূত্রের খবর, এদিনের বক্তব্যে, মূলত মুখ্যমন্ত্রী কন্যাশ্রী, রূপশ্রী থেকে সবুজ সাথী, স্বাস্থ্য সাথী, কৃষক বন্ধুর মতো আমজনতার প্রকল্পের কথাই তুলে ধরতেন। সাথে তিনি আরো যোগ করতেন এই প্রকল্পে কী করে সাধারণ মানুষ উপকৃত হয়েছেন সেই সব তথ্যও। কিন্ত একেবারে শেষ সময়ে তা বাতিল হয়ে যাওয়ায় হতাশ নবান্নের কর্তারা থেকে সাধারণ মানুষ সকলেই। প্রশাসক হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় গত ১০ বছরে যে কৃতিত্ব দেখিয়েছেন, তা নিয়েই বিশ্বের দরবারে সাফল্যের খতিয়ান তুলে ধরতেন তিনি।