বড় প্রশ্ন উঠে এলো হচ্ছে টা কি ? কুকুরের কামড়ে ক্ষত বিক্ষত আরজিকরে
পশ্চিম বাংলার এমন কোনো হাসপাতাল যেটি জেলা কুকুর বেড়ালের উপদ্রপ নেই। অভিযোগ অনেকদিনের সুরাহা কোথায় ?

নিউজ ডেস্ক : উত্তর ২৪ পরগনা দেগঙ্গা কচুয়া গ্রামের বাসিন্দা সাবিনা বিবি আরজিকর হাসপাতালে রোগী দেখতে গিয়ে বারোটি কুকুরের কামড়ে ক্ষতবিক্ষত । রক্তাক্ত অবস্থায় দু’ঘণ্টা আরজিকর হাসপাতালে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বললেও চিকিৎসা মেলেনি।
কর্তব্যের গাফিলতির অভিযোগ ওঠে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে। তিন ঘন্টা পর আইডি হাসপাতালে প্রথম প্রাথমিক চিকিৎসা মেলে সাবিনা বিবির, কিন্তু তাকে ভর্তি না নেওয়ার কারণে তার পরিবার ফিরিয়ে নিয়ে যায় বসিরহাটে তাদের বাড়িতে। বর্তমানে সাবিনার অবস্থা সঙ্কটজনক |
সকাল থেকেই আরজিকর হাসপাতাল চত্ত্বরে জমছে রোগীদের ভিড়। এর মধ্যেই চলছে সারমেয় দৌরাত্ম্য। সমগ্র আরজিকর মেডিকেল কলেজের চত্ত্বরজুড়ে একই ছবি। এমনকি বাদ নেই সদা ব্যস্ত হাসপাতালের এমারজেন্সি বিভাগের এলাকাও। আতঙ্কে রোগীর আত্মীয় পরিজনেরা।
পাশাপাশি জেলার মেডিকেল কলেজ থেকে সুপার স্পেশালিটি হাসপাতাল একই অবস্থা , বাম জমানাতেও একই অভিযোগ ছিল। অনেক ক্ষেত্রে অভিযোগ উঠলে , কিছু দিনের জন্য একটু ব্যবস্থা হলেও , যেই কার সেই। হাসপালের রান্না ঘরে কিছু খাবার পাওয়ার আশায় বাসা বেঁধেছে , আর এখানেই বিপদের সূত্র।