পড়ুয়াদের এবং জনসাধারণদের নিয়ে ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়-এর
১-লা জানুয়ারী সারা রাজ্য জুড়ে পালিত হবে " ছাত্র দিবস"

তিয়াসা মিত্র : আগামীকাল মধ্যমগ্রামের ভাষণ মঞ্চে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন ,আগামী ১-লা জানুয়ারী সারা রাজ্য জুড়ে পালিত হবে ” ছাত্র দিবস” এবং ২০-শে ডিসেম্বর অনুষ্ঠিত হবে “ছাত্রমেলা “, যেখানে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের ঋণ-এর আবেদন করতে পারবে ক্রেডিট কার্ড গ্রহনকারীরা।
এছাড়াও তিনি আগামীকালের সমাবেশে ঘোষণা করেন আগামী ২ জানুয়ারি থেকে ১০-রা জানুয়ারী এবং তারপর আবারো ২০ জানুয়ারী থেকে ৩১-শে জানুয়ারি অনুষ্ঠিত হবে “দুয়ারে সরকার ” প্রকল্প। মধ্যমগ্রামের সমাবেশে মাননীয়া আগামীকাল পুরোভোটের পাশাপাশি নির্দেশিকা এবং ঘোষণা করেন তৎকালীন প্রকল্পের বহু ক্ষত্রে।
তবে তার মধ্যে , অন্যতম চমকপ্রদ বিষয়ে ” ছাত্রদিবস” এবং “ছাত্রমেলা” এছাড়া দুয়ারে সরকার প্রকল্প আবারো কবে থেকে শুরু হবে তাও তিনি ঘোষণা করে দেন। এর পাশাপাশি তার গলাতে শোনা যায় কাউন্সিলারদের উদ্দেশে হুঁশিয়ারির সুর। এখন প্রতক্ষের বিষয়ে একটাই আগামীদিনে এত ঘোষণা এত হুঁশিয়ারির ফল কি হতে চলেছে।