Big Story

” আমাদের চাপেই দিল্লিতে বসছে নেতাজি মূর্তি”- মমতা বন্দোপাধ্যায়

‘‘একটা অমর জ্যোতি নিভিয়ে দিয়ে, নেতাজির মূর্তি বসিয়ে সুভাষকে শ্রদ্ধা জানানো যায় না।’’-মমতা বন্দোপাধ্যায়

তিয়াসা মিত্র : দেশ নায়ক নেতাজি সুভাষ চন্দ্র বসুর ১২৫ তম জন্মবার্ষিকী উপলক্ষে আগামীকাল ধর্মতলাতে অনুষ্ঠিত হয়েছে একটি সভা, যেখান উপস্থিত ছিলেন নেতাজির পরিবারের সদস্যরা সাথে ছিলেন কিছু বিশিষ্ট মানুষ এবং সর্বোপরি রাজ্যের মুখ্যমন্ত্রী। তারা সবাই মিলে একতৃত হয়ে শ্রদ্ধা জানান দেশ নায়ককে। বেলা ১২ টা নাগাদ নেতাজির জন্ম ক্ষনে বেজে ওঠে সাইরেন এবং তারপর সবাই এক এক করে নেতাজির পাদদেশে পুষ্পমাল্য নিবেদন করেন। মনোনিয়াকে দেখা যায় শঙ্খ বাজাতে। নেতাজির গান গাইতে দেখা যায় তারই পরিবারের সদস্য সুগত বসু ও তাঁর ভাইকে।

এরপর ভাষণ দিতে যান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ” নেতাজি শুধু বাংলার নন, তিনি দেশের, তিনি গোটা বিশ্বের।” বাংলাতে যোজনা কমিশন গড়ে তোলার প্রতিশ্রুতি দেন তিনি। মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, এনসিসি-র আদলে স্কুলে কলেজে জয় হিন্দ বাহিনী গড়ে তোলা হবে। নেতাজির নামে রাজ্যে আরও একটি বিশ্ববিদ্যালয় হবে। তিনি বলেন, ইচ্ছে ছিল নেতাজির জন্মদিবসে পদযাত্রা করার, কিন্তু করোনা পরিস্থিতিতে সেই পরিকল্পনা বাতিল করতে হয়। মোদী সরকারের নাম না করেই তিনি বলেন ,” ‘যাঁরা ধর্মের নামে দেশ ভাগ করতে চাইছেন, তাঁদের বলব দয়া করে নেতাজি, রবীন্দ্রনাথ, বিবেকানন্দ পড়ে দেখুন। ভাগাভাগি করে, দেশভাগ করে জাতীয়তাবাদ দেখানো যায় না।’’ মমতা বলেন, ‘‘আমি চাই গাঁধীজি কাকে বেশি ভালবাসতেন, তা নিয়ে বিতর্ক হোক। স্কুলের পাঠ্যপুস্তকে পড়ানো হোক দেশপ্রেমের ইতিহাস।’’

মুখ্যমন্ত্রী আরো বলেন, ‘‘একটা অমর জ্যোতি নিভিয়ে দিয়ে, নেতাজির মূর্তি বসিয়ে সুভাষকে শ্রদ্ধা জানানো যায় না।’’তিনি বলেন, ‘‘কেন এত দিন নেতাজির মূর্তি তৈরি হল না। এখন ওখানে মূর্তি বসিয়েছেন আমাদের চাপেই।’’ তাঁর প্রশ্ন, ‘‘কেন বাতিল হল নেতাজির ট্যাবলো? বাংলাকে কেন পদে পদে এত অবজ্ঞা?’’সত্যি বলতে কি বেপার গুলি একটু তলিয়ে ভাবলে বোঝাই যে যে আমাদের দেশের ‘অনির্বান শিখা’ তাকে নিয়ে রাজনীতির একটি দোলাচল সৃষ্টি হয়েছে।

চিত্র সৌ : Newsroom

Show More

OpinionTimes

Bangla news online portal.

Related Articles

Leave a Reply

Back to top button
%d bloggers like this: